A
Industrial progress
B
Historical facts
C
Supernaturalism and reverence for nature
D
Scientific reasoning
উত্তরের বিবরণ
কবিতায় অলৌকিক চরিত্র (Death, Life-in-Death, spirits) এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
What natural feature does the dome of pleasure reflect upon?
Created: 6 days ago
A
Mountains
B
Waves of the river
C
Fertile meadows
D
Blue sky
আনন্দ–প্রাসাদের ছায়া নদীর তরঙ্গের উপর ভেসে ওঠে—“The shadow of the dome of pleasure / Floated midway on the waves.”

2
Updated: 6 days ago
Which line best expresses the moral of the poem?
Created: 1 week ago
A
“Water, water, every where”
B
“He prayeth best, who loveth best / Both man and bird and beast.”
C
“The Night-mare Life-in-Death was she”
D
“A sail! a sail!”
এই লাইনটি কবিতার মূল শিক্ষা। কোলরিজ দেখাতে চেয়েছেন—ঈশ্বরকে ভালোবাসার সর্বোত্তম উপায় হলো তাঁর প্রতিটি সৃষ্টিকে ভালোবাসা। মানুষ, পশু, পাখি—সবাই সমানভাবে ঈশ্বরের প্রিয়। তাই তাদের প্রতি ভালোবাসা দেখানোই প্রকৃত ধর্ম।

0
Updated: 1 week ago
What does Coleridge suggest is the true source of joy and beauty in “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
External nature
B
Wealth and power
C
The human soul itself
D
Divine intervention
কবি বলেন, প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার ক্ষমতা আসে মানুষের ভেতর থেকেই। তিনি লেখেন—“O Lady! we receive but what we give, / And in our life alone does Nature live।” অর্থাৎ প্রকৃতির জীবন্ততা নির্ভর করে মানুষের আত্মার শক্তির ওপর। যদি অন্তরে আনন্দ থাকে, তবে প্রকৃতিও সুন্দর মনে হয়।

1
Updated: 6 days ago