A
Because it is about love only
B
Because it is about marriage
C
Because it focuses on nature, imagination, supernatural, and deep emotion
D
Because it was written in rhyme
উত্তরের বিবরণ
রোমান্টিক কবিতায় যুক্তির পরিবর্তে প্রকৃতি, আবেগ, অতিপ্রাকৃত ও কল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। এই কবিতায় সব বৈশিষ্ট্যই আছে।

0
Updated: 1 week ago
According to Coleridge, what is the element that unites man with Nature?
Created: 6 days ago
A
Reason
B
Fear
C
Joy
D
Memory
কবি বারবার বলেন যে প্রকৃতির সাথে মানুষের একীভূত হবার মাধ্যম হলো আনন্দ (Joy)। Joy–কেই তিনি “the spirit and the power” বলেছেন, যা প্রকৃতিকে আমাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে। কেবল আনন্দপূর্ণ আত্মাই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে।

1
Updated: 6 days ago
Which old ballad is quoted in the opening of Dejection: An Ode?
Created: 6 days ago
A
Sir Gawain and the Green Knight
B
Sir Patrick Spence
C
Tam Lin
D
Beowulf
Coleridge কবিতার শুরুতে “Sir Patrick Spence” নামক পুরোনো ব্যালাড থেকে উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয় নতুন চাঁদ পুরোনো চাঁদকে কোলে নিয়ে আছে মানেই ঝড় আসছে। Coleridge এই উদ্ধৃতি ব্যবহার করে প্রকৃতির ঝড় ও নিজের অন্তরের মানসিক ঝড়ের মিল দেখিয়েছেন। এতে শুরু থেকেই কবিতার বিষণ্ণ, অশান্ত ও গম্ভীর পরিবেশ তৈরি হয়।

1
Updated: 6 days ago
What do the dead sailors’ eyes symbolize?
Created: 1 week ago
A
Beauty of nature
B
Courage
C
Curse and guilt haunting the Mariner
D
Guidance
মৃত নাবিকেরা মৃত্যুর সময় অভিশাপভরা দৃষ্টিতে মেরিনারের দিকে তাকিয়েছিল। সেই চোখগুলোই তাকে সাত দিন-রাত তাড়িয়ে বেড়ায়। এটি অপরাধবোধের প্রতীক।

0
Updated: 1 week ago