Why is the poem "The Rime of the Ancient mariner" considered Romantic literature?
A
Because it is about love only
B
Because it is about marriage
C
Because it focuses on nature, imagination, supernatural, and deep emotion
D
Because it was written in rhyme
উত্তরের বিবরণ
রোমান্টিক কবিতায় যুক্তির পরিবর্তে প্রকৃতি, আবেগ, অতিপ্রাকৃত ও কল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। এই কবিতায় সব বৈশিষ্ট্যই আছে।

0
Updated: 1 month ago
The poem Kubla Khan comes from the pen of—
Created: 2 weeks ago
A
S. T. Coleridge
B
Emily Bronte
C
Lord Byron
D
William Wordsworth
“Kubla Khan” হলো ইংরেজি রোমান্টিক কবি Samuel Taylor Coleridge-এর বিখ্যাত কাব্যকর্ম। এটি ১৭৯৭ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮১৬ সালে। Coleridge এই কবিতাটিকে “A Vision in a Dream” বলে উল্লেখ করেছিলেন, কারণ তিনি দাবি করেছিলেন যে এটি তাঁর স্বপ্ন-অভিজ্ঞতার ফল, যা তিনি Opium-এর প্রভাবে দেখেছিলেন। এটি মাত্র ৫৪ লাইনের একটি অসমাপ্ত কবিতা, তবে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবিতার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কবিতায় Coleridge তাঁর কল্পনাশক্তিকে প্রকৃতি, রহস্য, অতিপ্রাকৃততা এবং শিল্পসৌন্দর্যের মাধ্যমে প্রকাশ করেছেন।
-
Kubla Khan (1816):
-
কবিতার মূল প্রেক্ষাপট হলো প্রাচীন চীনা সম্রাট Kubla Khan-এর স্বপ্নিল প্রাসাদ Xanadu।
-
এখানে প্রবাহিত হচ্ছে রহস্যময় নদী Alph, যা গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে “sunless sea”-তে মিশেছে।
-
কবি প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় শব্দ, বরফে ঢাকা পাহাড়, অদ্ভুত গুহা এবং প্রাসাদের এক স্বপ্নময় চিত্র তুলে ধরেছেন।
-
দ্বিতীয় অংশে, কবি “Abyssinian maid” নামে এক সঙ্গীতশিল্পীর কণ্ঠ থেকে অনুপ্রাণিত হয়ে কবিসত্তার ঐশ্বরিক শক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
-
কবিতাটি একাধারে বাস্তব ও স্বপ্নের মিশ্রণ, যা রোমান্টিক কল্পনাশক্তির অসীম সম্ভাবনাকে ফুটিয়ে তোলে।
-
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
তিনি ছিলেন একজন ইংরেজ lyrical poet, critic এবং philosopher।
-
তাঁকে বলা হয় Poet of Supernaturalism, কারণ তাঁর কাব্যে রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদান প্রকট।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে তিনি ১৭৯৮ সালে “Lyrical Ballads” প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
-
Coleridge-এর উল্লেখযোগ্য রচনা:
-
The Rime of the Ancient Mariner
-
Kubla Khan
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Biographia Literaria
-
On the Constitution of the Church and State
-

0
Updated: 2 weeks ago
What metaphor does Coleridge use for his past hopes in Section VI of “Dejection : an Ode”?
Created: 1 month ago
A
Flowing river
B
Climbing mountain
C
Twining vine
D
Blooming rose
Coleridge তাঁর অতীতের আশাকে তুলনা করেছেন এক লতানো গাছের সাথে—“For hope grew round me, like the twining vine।” অর্থাৎ আশা তাঁকে ঘিরে ধরত এবং অন্যের ফল ও পাতাও যেন তাঁর মনে হতো। এই উপমা দেখায়, তখন তাঁর কল্পনা ও আশা তাকে সমৃদ্ধ করত। কিন্তু বর্তমানে সেই আশা ও কল্পনা শুকিয়ে গেছে।

2
Updated: 1 month ago
Who rescues the Mariner after his ship sinks?
Created: 1 month ago
A
The Wedding Guest
B
The Pilot, Pilot’s Boy, and the Hermit
C
Death and Life-in-Death
D
The Sailors’ souls
শেষে মেরিনারের জাহাজ সমুদ্রে ডুবে গেলে পাইলট, তার সহকারী এবং হেরমিট নৌকায় এসে তাকে উদ্ধার করে। হেরমিট প্রতীকীভাবে তাকে আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে দেন।

0
Updated: 1 month ago