A
Because he was sick
B
Because he thought the Mariner was a ghost
C
Because he was terrified by the supernatural experience of the sinking ship
D
Because he was too old
উত্তরের বিবরণ
মেরিনারের জাহাজ ডুবে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। পাইলট ভয় পেয়ে ভাবে সে ভূত দেখছে। মেরিনারের কণ্ঠস্বর তাকে আরও আতঙ্কিত করে তোলে।

0
Updated: 1 week ago
“Water, water, every where, Nor any drop to drink”—what does it express?
Created: 1 week ago
A
Joy of nature
B
Paradox of helplessness
C
Freedom at sea
D
Anger at God
চারপাশে পানি থাকলেও পান করার জন্য এক ফোঁটা মিঠা জল নেই। এটি নাবিকদের অসহায় অবস্থা ও পাপের প্রতীকী শাস্তি।

0
Updated: 1 week ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 week ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 week ago
What natural element disappears after the bird is killed?
Created: 1 week ago
A
The moon
B
The wind
C
The rain
D
The sun
আলবাট্রস হত্যার পরপরই বাতাস থেমে যায়। জাহাজ স্থবির হয়ে পড়ে। প্রকৃতি যেন তার ওপর ক্ষুব্ধ হয়ে সহযোগিতা বন্ধ করে দেয়। এটি মানুষের অপরাধের প্রতিক্রিয়ায় প্রকৃতির প্রতিশোধকে প্রতীকায়িত করে।

1
Updated: 1 week ago