What do the seraphs (bright angelic forms) above the dead sailors symbolize?
A
Demons of the sea
B
The Mariner’s madness
C
Spiritual redemption and divine forgiveness
D
Death of the sailors
উত্তরের বিবরণ
প্রতিটি মৃতদেহের উপরে এক একটি জ্যোতির্ময় আত্মা দেখা যায়। এগুলো হলো ঈশ্বরের আশীর্বাদ—যা মেরিনারের পাপমোচন ও মুক্তির ইঙ্গিত দেয়।

0
Updated: 1 month ago
What emotion does the Mariner mainly feel after the crime?
Created: 1 month ago
A
Joy
B
Anger
C
Guilt and repentance
D
Fear
আলবাট্রস হত্যার পর মেরিনার প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয় না, কিন্তু নাবিকদের মৃত্যু ও ভয়ঙ্কর নিঃসঙ্গতা তাকে অপরাধবোধে আচ্ছন্ন করে। পরে সাপেদের সৌন্দর্য দেখে সে ঈশ্বরের সৃষ্টির প্রতি নতুন শ্রদ্ধা অনুভব করে এবং অনুশোচনায় ভরে ওঠে। এই অনুশোচনাই তাকে আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যায়।

0
Updated: 1 month ago
In Lyrical Ballads, Coleridge was responsible for contributing poems that explored which aspect, often drawing on the supernatural and the exotic?
Created: 1 month ago
A
The beauty of everyday life and common speech
B
Tales of social injustice and political reform.
C
The profound beauty of the natural world.
D
The mysteries of human nature and the power of imagination, often with a Gothic or fantastical element.
এই প্রশ্নের সঠিক উত্তর হলো: d) The mysteries of human nature and the power of imagination, often with a Gothic or fantastical element.
Lyrical Ballads (1798) ছিল Wordsworth এবং Coleridge-এর যৌথ কবিতা সংকলন, তবে তাদের অবদান আলাদা থিমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
-
Wordsworth বেশি গুরুত্ব দিয়েছেন ordinary life এবং common speech-এর সৌন্দর্যে। তিনি nature এবং সাধারণ মানুষের অভিজ্ঞতাকে উদযাপন করেছেন।
-
Coleridge অন্যদিকে, human nature-এর রহস্য এবং imagination-এর শক্তি নিয়ে কাজ করেছেন। তার কবিতায় supernatural, Gothic বা fantastical element প্রায়ই পাওয়া যায়।
-
উদাহরণস্বরূপ, Coleridge-এর The Rime of the Ancient Mariner-এ maritime supernatural ঘটনা, moral ও psychological দিকের অনুসন্ধান এবং চমৎকার fantastical imagery রয়েছে—যা তার Lyrical Ballads-এর স্বতন্ত্র স্টাইলকে প্রকাশ করে।
অতএব, যেখানে Wordsworth grounded poetry in ordinary life, সেখানে Coleridge delved into imagination, mystery, and the uncanny.

0
Updated: 2 weeks ago
Which dramatist does Coleridge compare the wind’s softer tale to?
Created: 1 month ago
A
Shakespeare
B
Otway
C
Milton
D
Marlowe
Coleridge বাতাসের কম ভয়ঙ্কর সুরকে তুলনা করেন নাট্যকার Thomas Otway–এর কোমল ট্র্যাজিক কবিতার সাথে—“As Otway’s self had framed the tender lay।” অর্থাৎ কখনও বাতাসের সুরে তিনি মমতা ও কোমলতার ছোঁয়া পান। এই তুলনা প্রমাণ করে কোলরিজের সাহিত্যজ্ঞান এবং প্রকৃতিকে নাট্যরূপে কল্পনা করার ক্ষমতা।

2
Updated: 1 month ago