A
Meeting the Hermit
B
Seeing the ghost ship
C
Blessing the water-snakes in love
D
Drinking rain water
উত্তরের বিবরণ
সাগরের সাপগুলির সৌন্দর্য উপলব্ধি করে সে অজান্তেই তাদের আশীর্বাদ করে। এই ভালোবাসা থেকেই তার প্রার্থনা করার ক্ষমতা ফিরে আসে এবং গলা থেকে আলবাট্রসটি খসে পড়ে।

0
Updated: 1 week ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 6 days ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 6 days ago
Who is addressed as “O Lady” throughout the poem “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Coleridge’s mother
B
His wife, Sara Fricker
C
Sara Hutchinson, his beloved
D
A mythical Muse
“O Lady” বলতে Coleridge আসলে Sara Hutchinson–কে বোঝাচ্ছেন। তিনি কোলরিজের ঘনিষ্ঠ প্রিয়জন ছিলেন। কবি নিজের দুঃখের স্বীকারোক্তি করলেও Sara–র জন্য তিনি আনন্দ, শান্তি আর প্রেরণার প্রার্থনা করেছেন। শেষ অংশে তার প্রতি আশীর্বাদ কাব্যের আবেগময় সৌন্দর্যকে পূর্ণ করে।

1
Updated: 6 days ago