Who are the supernatural players of the dice game on the ghost ship?
A
Angels
B
Spirits of the sea
C
Death and Life-in-Death
D
The Good Angel and Evil Angel
উত্তরের বিবরণ
ভূতুড়ে জাহাজে মৃত্যু (Death) ও জীবন-মৃত্যু (Life-in-Death) পাশা খেলায় বসে। মৃত্যু নাবিকদের আত্মা নিয়ে নেয়, আর মেরিনারের ভাগ্যে আসে জীবন-মৃত্যুর যন্ত্রণা।

0
Updated: 1 month ago
How does Coleridge create a sense of the sublime in the poem?
Created: 1 month ago
A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 1 month ago
What does Coleridge suggest is the true source of joy and beauty in “Dejection : an Ode”?
Created: 1 month ago
A
External nature
B
Wealth and power
C
The human soul itself
D
Divine intervention
কবি বলেন, প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার ক্ষমতা আসে মানুষের ভেতর থেকেই। তিনি লেখেন—“O Lady! we receive but what we give, / And in our life alone does Nature live।” অর্থাৎ প্রকৃতির জীবন্ততা নির্ভর করে মানুষের আত্মার শক্তির ওপর। যদি অন্তরে আনন্দ থাকে, তবে প্রকৃতিও সুন্দর মনে হয়।

1
Updated: 1 month ago
How many miles of fertile ground were enclosed around Kubla Khan’s dome?
Created: 1 month ago
A
Five miles
B
Twice five miles
C
Twice ten miles
D
Twenty miles
কবিতায় বলা হয়েছে—“So twice five miles of fertile ground…” অর্থাৎ দশ মাইল উর্বর জমি প্রাচীর ও টাওয়ার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এটি কুবলাই খানের ক্ষমতা ও প্রাকৃতিক সমৃদ্ধির প্রতীক।

0
Updated: 1 month ago