A
Because the bird was ugly
B
Because they loved the bird
C
Because they believed the bird brought them good luck
D
Because the Mariner disobeyed the captain
উত্তরের বিবরণ
আলবাট্রস আসার পর বরফ গলতে শুরু করে, বাতাস বয়, জাহাজ নিরাপদ হয়। তাই নাবিকেরা বিশ্বাস করে পাখিটি সৌভাগ্য বয়ে এনেছিল। একে হত্যা করা মানে দুর্ভাগ্য ডেকে আনা।

0
Updated: 1 week ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 6 days ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago
What type of poem is The Rime of the Ancient Mariner?
Created: 1 week ago
A
Epic
B
Ode
C
Ballad
D
Sonnet
এটি একটি দীর্ঘ বর্ণনামূলক ব্যালাড কবিতা। এখানে গানধর্মী ছন্দ ও গল্প বলার ধারা আছে। ব্যালাডে সাধারণত লোককাহিনি, অভিযান, রহস্য ও শিক্ষা মেশানো থাকে।

0
Updated: 1 week ago
What natural element disappears after the bird is killed?
Created: 1 week ago
A
The moon
B
The wind
C
The rain
D
The sun
আলবাট্রস হত্যার পরপরই বাতাস থেমে যায়। জাহাজ স্থবির হয়ে পড়ে। প্রকৃতি যেন তার ওপর ক্ষুব্ধ হয়ে সহযোগিতা বন্ধ করে দেয়। এটি মানুষের অপরাধের প্রতিক্রিয়ায় প্রকৃতির প্রতিশোধকে প্রতীকায়িত করে।

1
Updated: 1 week ago