A
The Wedding Guest
B
The Pilot, Pilot’s Boy, and the Hermit
C
Death and Life-in-Death
D
The Sailors’ souls
উত্তরের বিবরণ
শেষে মেরিনারের জাহাজ সমুদ্রে ডুবে গেলে পাইলট, তার সহকারী এবং হেরমিট নৌকায় এসে তাকে উদ্ধার করে। হেরমিট প্রতীকীভাবে তাকে আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে দেন।

0
Updated: 1 week ago
What literary device is most evident in the phrase “sunny pleasure-dome with caves of ice”?
Created: 6 days ago
A
Simile
B
Irony
C
Paradox
D
Hyperbole
“Sunny pleasure-dome with caves of ice”—এই বাক্যে একই সাথে উষ্ণতা (sunny) এবং শীতলতা (ice) উল্লেখ আছে। দুটি বিপরীত উপাদান একত্রে এসেছে। এটিকে বলা হয় paradox—যেখানে আপাতবিরোধী ধারণা একসাথে থেকে গভীর সত্য প্রকাশ করে। এটি দেখায় প্রকৃতির দ্বৈততা, এবং মানুষের কল্পনার ভেতর বৈপরীত্যপূর্ণ উপাদানও সহাবস্থান করে।

1
Updated: 6 days ago
What does the phrase “glittering eye” symbolize?
Created: 1 week ago
A
Old age
B
Wisdom
C
Hypnotic power and supernatural charm
D
Anger
কবিতার শুরুতে Mariner তার “glittering eye” দিয়ে বিয়ের অতিথিকে থামায়। এই চোখ যেন এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতার প্রতীক—যা কাউকে মুগ্ধ করে নিজের গল্প শুনতে বাধ্য করে।

0
Updated: 1 week ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago