A
The Sailors
B
Death
C
The Mariner
D
The Wedding Guest
উত্তরের বিবরণ
এই লাইনটি নিজেই মেরিনার বলেন। এটি একটি প্রতীকী স্বীকারোক্তি—যেখানে ক্রুশ (মুক্তির প্রতীক) বদলে আলবাট্রস (পাপের প্রতীক) তার গলায় ঝুলে।

0
Updated: 1 week ago
Why is the maid from Abyssinia important in the poem?
Created: 6 days ago
A
She represents history
B
She is a goddess figure
C
She symbolizes artistic inspiration
D
She warns Kubla of danger
কবিতার শেষাংশে Abyssinian maid একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora–এর গান গাইছিল। এই চিত্র কাব্যিক অনুপ্রেরণা ও শিল্পের উৎসের প্রতীক। কোলরিজ দেখাতে চেয়েছেন, সংগীত ও শিল্প কল্পনাকে জাগিয়ে তুলতে পারে। যদি কবি সেই সুর নিজের ভেতরে আনতে পারতেন, তবে তিনি বাতাসে প্রাসাদ গড়তে পারতেন। এটি pure imagination–এর শক্তি।

1
Updated: 6 days ago
What does Coleridge call his “shaping spirit” in “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Reason
B
Memory
C
Imagination
D
Conscience
কবি তার জন্মগত শক্তি হিসেবে যে ক্ষমতার কথা বলেন, তা হলো Imagination—“My shaping spirit of Imagination।” এ শক্তি তাকে আগে প্রকৃতি থেকে আনন্দ গ্রহণে সাহায্য করত, কিন্তু এখন বিষণ্ণতা তা নিস্তেজ করে ফেলেছে। এটি Romantic যুগে কল্পনার গুরুত্বকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে।

2
Updated: 6 days ago
Which emotion is evoked by the description of the chasm in Kubla Khan?
Created: 6 days ago
A
Joyful peace
B
Romantic terror
C
Political pride
D
Agricultural abundance
চাসম বা খাদ বর্ণনায় কোলরিজ বলেন এটি একইসাথে বন্য, পবিত্র ও জাদুময়—যেখানে এক নারী তার দৈত্য–প্রেমিকের জন্য কাঁদছে। এই দৃশ্য পাঠকের মনে ভয় ও বিস্ময় মেশানো আবেগ সৃষ্টি করে, যাকে Romantic Sublime বলা হয়। প্রকৃতির এমন চিত্র মানুষকে simultaneously আকর্ষণ করে আবার ভীতিও জাগায়। কোলরিজের রোমান্টিক দর্শনের মূল ছিল—প্রকৃতির সৌন্দর্য ও ভয়ের দ্বৈত অভিজ্ঞতা।

2
Updated: 6 days ago