A
The moon
B
The wind
C
The rain
D
The sun
উত্তরের বিবরণ
আলবাট্রস হত্যার পরপরই বাতাস থেমে যায়। জাহাজ স্থবির হয়ে পড়ে। প্রকৃতি যেন তার ওপর ক্ষুব্ধ হয়ে সহযোগিতা বন্ধ করে দেয়। এটি মানুষের অপরাধের প্রতিক্রিয়ায় প্রকৃতির প্রতিশোধকে প্রতীকায়িত করে।

1
Updated: 1 week ago
How does the sea appear after the Albatross is killed?
Created: 1 week ago
A
Calm and blue
B
Rotting, full of slimy creatures
C
Green and fertile
D
Covered with ice
আলবাট্রস হত্যার পর সমুদ্র পচা অবস্থায় রূপ নেয়। সাপ-বিচ্ছুর মতো ভয়ংকর প্রাণী দেখা যায়। এটি দেখায় যে প্রকৃতিকে অপমান করলে সে ভয়ংকর রূপ ধারণ করে এবং শাস্তি আনে।

0
Updated: 1 week ago
What does the “pleasure-dome” primarily symbolize in the poem?
Created: 6 days ago
A
Historical architecture
B
Political tyranny
C
The power of human imagination
D
Religious devotion
“Pleasure-dome” বা আনন্দ-প্রাসাদ আসলে কল্পনার প্রতীক। এটি কেবল ঐতিহাসিক কুবলাই খানের প্রাসাদের বর্ণনা নয়, বরং কবির মনে সৃষ্ট এক কল্পনার জগৎ। কোলরিজ দেখাতে চেয়েছেন কিভাবে কল্পনার শক্তি বাস্তবকে অতিক্রম করে এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। প্রাসাদটি তাই সৃজনশীলতা, শিল্প ও কবিতার ক্ষমতার প্রতীক, যা সময় ও ইতিহাসের বাইরে দাঁড়ায়।

1
Updated: 6 days ago
Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
Created: 6 days ago
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1
Updated: 6 days ago