A
It sails away safely
B
It suddenly sinks into the sea
C
It turns to gold
D
It becomes a ghost ship
উত্তরের বিবরণ
শেষ মুহূর্তে মেরিনারের জাহাজ ডুবে যায় সমুদ্রের তলদেশে। এটি তার পাপের শেষ প্রতীকী ধ্বংস। তবে মেরিনার বেঁচে থাকে কারণ তাকে সারা জীবন গল্প বলার অভিশাপ ভোগ করতে হবে।

0
Updated: 1 week ago
What does Mount Abora represent in the poem?
Created: 6 days ago
A
A real Ethiopian mountain
B
A battlefield of Kubla Khan
C
A mythical place of artistic inspiration
D
A religious temple
Mount Abora সম্ভবত Abyssinian (ইথিওপিয়া) থেকে অনুপ্রাণিত। এখানে এটি একটি পৌরাণিক বা কল্পিত পর্বত, যা শিল্প ও সংগীতের উৎসকে নির্দেশ করে। Abyssinian maid যেই গান গাইছিল, তার বিষয় ছিল Mount Abora। তাই এটি pure imagination–এর প্রতীক। এটি বোঝায় যে কবিতা ও সংগীত কল্পনাকে এমন স্থানে নিয়ে যায়, যা বাস্তব নয়, বরং রহস্যময় ও অলৌকিক।

1
Updated: 6 days ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 week ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 week ago