What role do the First Voice and Second Voice play?
A
Sailors guiding the ship
B
Angels singing
C
Spirits deciding Mariner’s penance
D
Demons punishing him
উত্তরের বিবরণ
First Voice এবং Second Voice মেরিনারের পাপ ও শাস্তি নিয়ে আলোচনা করে। তারা বলে যে, মেরিনার আংশিক পাপমোচন পেয়েছে, তবে তাকে আরও শাস্তি ভোগ করতে হবে। এই কণ্ঠস্বরগুলো divine judgment-এর প্রতীক।

0
Updated: 1 month ago
What did the poet who heard Kubla Khan's creation cry out, according to the poem?
Created: 1 week ago
A
Flashing eyes and floating hair
B
Milk of Paradise
C
Symphony and songs
D
Sacred river and caves
কবি স্যামুয়েল টেলর কোলরিজের “Kubla Khan” কবিতার শেষাংশে এক রহস্যময় ও স্বপ্নদ্রষ্টা কবির চিত্র ফুটে উঠেছে। এই কবিকে ঘিরে মানুষ বিস্ময় ও ভয়ের মিশ্র প্রতিক্রিয়া দেখায়, কারণ তার কল্পনাশক্তি ও সৃষ্টিশীলতা ছিল অলৌকিক ও অতিমানবীয়।
-
কবি বর্ণনা করেছেন, সবাই চিৎকার করে বলে— “Beware! Beware! / His flashing eyes, his floating hair!” — অর্থাৎ তার চোখে এক অতিলৌকিক জ্যোতি ও চুলে এক ভাসমান আন্দোলন ছিল।
-
এই বর্ণনা প্রতীকীভাবে বোঝায় কবির “divine inspiration” বা ঈশ্বরপ্রদত্ত সৃজনশক্তি, যা সাধারণ মানুষকে মুগ্ধ এবং ভীত দুটোই করে তোলে।
-
ফলে সঠিক উত্তর হলো (a) Flashing eyes and floating hair, কারণ এটি সেই কবির অলৌকিক চেহারা ও মানসিক উন্মাদনাকে চিত্রিত করে।

0
Updated: 1 week ago
What punishment do the sailors give the Mariner?
Created: 1 month ago
A
Death
B
Imprisonment
C
Albatross hung around his neck
D
Exile
অন্য নাবিকরা আলবাট্রসের মৃতদেহ মেরিনারের গলায় ঝুলিয়ে দেয়। এটি তার অপরাধের প্রতীক ও বোঝা হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 month ago
Which genre best describes Kubla Khan?
Created: 1 month ago
A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 1 month ago