A
Sailors guiding the ship
B
Angels singing
C
Spirits deciding Mariner’s penance
D
Demons punishing him
উত্তরের বিবরণ
First Voice এবং Second Voice মেরিনারের পাপ ও শাস্তি নিয়ে আলোচনা করে। তারা বলে যে, মেরিনার আংশিক পাপমোচন পেয়েছে, তবে তাকে আরও শাস্তি ভোগ করতে হবে। এই কণ্ঠস্বরগুলো divine judgment-এর প্রতীক।

0
Updated: 1 week ago
What happens to the sailors after the dice game?
Created: 1 week ago
A
They die
B
They escape
C
They sleep
D
They curse the Mariner
পাশা খেলার পর “Death” নাবিকদের জয় করে। ফলে ২০০ নাবিক একে একে মারা যায় এবং মেরিনার একা বেঁচে থাকে।

0
Updated: 1 week ago
Which mood does Coleridge confess in the early stanzas of the poem “Dejection: an Ode”?
Created: 6 days ago
A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 6 days ago
Who says: “Instead of the cross, the Albatross / About my neck was hung”?
Created: 1 week ago
A
The Sailors
B
Death
C
The Mariner
D
The Wedding Guest
এই লাইনটি নিজেই মেরিনার বলেন। এটি একটি প্রতীকী স্বীকারোক্তি—যেখানে ক্রুশ (মুক্তির প্রতীক) বদলে আলবাট্রস (পাপের প্রতীক) তার গলায় ঝুলে।

0
Updated: 1 week ago