A
The sailors
B
The Hermit
C
The Pilot’s Boy
D
The Wedding Guest
উত্তরের বিবরণ
কবিতার শেষে Hermit মেরিনারের আত্মিক মুক্তির প্রতীক হয়ে ওঠে। মেরিনার তার কাছে নিজের অপরাধ স্বীকার করে। Hermit-ই বোঝেন, মেরিনারের একমাত্র প্রয়োজন হলো ঈশ্বরের ক্ষমা ও আধ্যাত্মিক পরিশুদ্ধি।

0
Updated: 1 week ago
How many sailors were there on board with the Mariner?
Created: 1 week ago
A
150
B
180
C
201
D
200
কবিতায় উল্লেখ আছে যে মোট ২০০ জন নাবিক এবং একজন মেরিনার মিলে ২০১ জন যাত্রা করেছিল। পরে ২০০ জনই মারা যায় এবং কেবল প্রাচীন মেরিনার জীবিত থাকে। এ কারণেই সে তার অপরাধবোধের বোঝা নিয়ে আজীবন গল্প শুনিয়ে বেড়ায়।

1
Updated: 1 week ago
What sound does the wind produce in Section VII of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Gentle lullaby
B
Agonized scream of torture
C
Joyful melody
D
Silent whisper
কবি বাতাসকে শোনেন যন্ত্রণার চিৎকারের মতো—“What a scream / Of agony by torture lengthened out / That lute sent forth!”। এটি প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতীক। বাতাসকে তিনি বীণার মতো কল্পনা করেছেন, যা যন্ত্রণার সুর বাজাচ্ছে। এর মাধ্যমে তিনি তাঁর অন্তরের অশান্তি ও কষ্ট প্রকাশ করেছেন।

1
Updated: 6 days ago
What kind of movement does the river Alph follow through the landscape?
Created: 6 days ago
A
Straight and direct
B
Rapid and downward
C
Meandering and maze-like
D
Circular and upward
কবিতায় বলা হয়েছে—“Five miles meandering with a mazy motion.” অর্থাৎ Alph নদী পাঁচ মাইল ধরে আঁকাবাঁকা, জটিল পথে প্রবাহিত হয়। এটি প্রকৃতির অনিশ্চয়তা, জটিলতা এবং রহস্যময়তার প্রতীক। নদী জীবনের অগ্রযাত্রার প্রতীক, যার পথ কখনও সরল নয়, বরং জটিল ও অনির্দেশ্য।

1
Updated: 6 days ago