A
Cards
B
Chess
C
Dice
D
Stones
উত্তরের বিবরণ
ভূতুড়ে জাহাজে Death এবং Life-in-Death পাশা খেলে। পাশা খেলার ফলেই নাবিকদের মৃত্যু ও মেরিনারের ‘living death’-এর নিয়তি নির্ধারিত হয়। পাশা ভাগ্যের অনিশ্চয়তার প্রতীক।

0
Updated: 1 week ago
Identify the correct quote from Kubla Khan:
“In Xanadu did Kubla Khan / A stately pleasure-dome decree”—
Created: 6 days ago
A
Opening lines of the poem
B
Closing lines of the poem
C
Middle lines of the poem
D
A quotation from another poet
এই লাইন দুটি কবিতার প্রথমেই এসেছে। কবি জানান, জ্যানাডুতে কুবলাই খান এক মহিমান্বিত বিলাস প্রাসাদ নির্মাণের আদেশ দেন। লাইনটি শুধু কবিতার সূচনা নয়, পুরো কবিতার কল্পনা ও রহস্যময় আবহ তৈরি করে। পাঠক তৎক্ষণাৎ এক অদ্ভুত স্বপ্নরাজ্যে প্রবেশ করে। কবিতার এই লাইন রোমান্টিক কাব্যের অন্যতম বিখ্যাত উদ্ধৃতি হয়ে উঠেছে এবং কোলরিজের কল্পনাশক্তির স্বাক্ষর বহন করে।

1
Updated: 6 days ago
Who rescues the Mariner after his ship sinks?
Created: 1 week ago
A
The Wedding Guest
B
The Pilot, Pilot’s Boy, and the Hermit
C
Death and Life-in-Death
D
The Sailors’ souls
শেষে মেরিনারের জাহাজ সমুদ্রে ডুবে গেলে পাইলট, তার সহকারী এবং হেরমিট নৌকায় এসে তাকে উদ্ধার করে। হেরমিট প্রতীকীভাবে তাকে আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে দেন।

0
Updated: 1 week ago
Which mood does Coleridge confess in the early stanzas of the poem “Dejection: an Ode”?
Created: 6 days ago
A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 6 days ago