A
By killing more birds
B
By sleeping
C
By blessing the water-snakes unconsciously
D
By leaving the ship
উত্তরের বিবরণ
পানিসাপেদের সৌন্দর্য দেখে হঠাৎ মেরিনারের মনে ভালোবাসা জন্মায়। সে তাদের অজান্তেই আশীর্বাদ করে। এই মুহূর্তেই তার হৃদয়ে আধ্যাত্মিক পরিবর্তন ঘটে এবং তার গলায় ঝুলানো আলবাট্রস পড়ে যায়।

0
Updated: 1 week ago
Who recognizes the Mariner’s need for redemption?
Created: 1 week ago
A
The sailors
B
The Hermit
C
The Pilot’s Boy
D
The Wedding Guest
কবিতার শেষে Hermit মেরিনারের আত্মিক মুক্তির প্রতীক হয়ে ওঠে। মেরিনার তার কাছে নিজের অপরাধ স্বীকার করে। Hermit-ই বোঝেন, মেরিনারের একমাত্র প্রয়োজন হলো ঈশ্বরের ক্ষমা ও আধ্যাত্মিক পরিশুদ্ধি।

0
Updated: 1 week ago
Which contrasting elements are united in the image of the pleasure-dome?
Created: 6 days ago
A
Love and hatred
B
Light and darkness
C
Heat and cold
D
Music and silence
Pleasure-dome–এ paradoxical imagery দেখা যায়—“sunny dome with caves of ice।” এখানে একদিকে সূর্যের উষ্ণতা, অন্যদিকে বরফের ঠাণ্ডা। দুটি বিপরীত উপাদান একসাথে থেকে কল্পনার রহস্যকে বাড়িয়েছে। Romanticism–এ প্রকৃতি ও মানুষের কল্পনা প্রায়ই বৈপরীত্যের সমন্বয় করে এক অলৌকিক অভিজ্ঞতা দেয়। এ কারণেই গম্বুজটি এত শক্তিশালী প্রতীক।

2
Updated: 6 days ago
The “sunless sea” symbolizes in Kubla Khan-
Created: 6 days ago
A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।

1
Updated: 6 days ago