A
The Mariner’s prayers
B
The wind
C
Spirits or supernatural forces
D
The Wedding Guest
উত্তরের বিবরণ
নাবিকদের মৃত্যুর পর জাহাজ চলতে থাকে কোনো বাতাস ছাড়াই। আসলে আধ্যাত্মিক আত্মারা জাহাজ চালাচ্ছিল। এটি কোলরিজের অলৌকিক কল্পনার শক্তিশালী উদাহরণ এবং দেখায় যে প্রকৃতি ও আত্মার অদৃশ্য শক্তি মানব জীবনের নিয়ন্ত্রণ করে।

0
Updated: 1 week ago
What is the effect of the river Alph “sinking in tumult to a lifeless ocean”?
Created: 6 days ago
A
It conveys destruction and finality
B
It suggests eternal creativity
C
It shows the fertility of the land
D
It praises Kubla’s power
Alph নদীর শেষ পরিণতি হলো সূর্যহীন সাগরে মিশে যাওয়া—“sank in tumult to a lifeless ocean।” এখানে সবকিছুর সমাপ্তি বোঝানো হয়েছে। জীবনের প্রবাহ যতই উজ্জ্বল হোক, একসময় তা মৃত্যুর অন্ধকারে মিশে যায়। এই প্রতীক কোলরিজের কবিতাকে দার্শনিক মাত্রা দেয়। আনন্দ ও সৃজনশীলতা আছে, কিন্তু শেষ আছে ধ্বংস ও সমাপ্তি।

1
Updated: 6 days ago
Why is the maid from Abyssinia important in the poem?
Created: 6 days ago
A
She represents history
B
She is a goddess figure
C
She symbolizes artistic inspiration
D
She warns Kubla of danger
কবিতার শেষাংশে Abyssinian maid একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora–এর গান গাইছিল। এই চিত্র কাব্যিক অনুপ্রেরণা ও শিল্পের উৎসের প্রতীক। কোলরিজ দেখাতে চেয়েছেন, সংগীত ও শিল্প কল্পনাকে জাগিয়ে তুলতে পারে। যদি কবি সেই সুর নিজের ভেতরে আনতে পারতেন, তবে তিনি বাতাসে প্রাসাদ গড়তে পারতেন। এটি pure imagination–এর শক্তি।

1
Updated: 6 days ago
Who wrote The Rime of the Ancient Mariner?
Created: 4 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
William Wordsworth
C
John Keats
D
Percy Shelley

0
Updated: 4 weeks ago