A
Angry
B
Sleepy
C
Sadder and wiser
D
Confused
উত্তরের বিবরণ
গল্প শেষ হওয়ার পর Wedding Guest তার বিয়েতে আর যোগ দেয় না। সে গভীরভাবে প্রভাবিত হয়ে যায়, এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে হয়ে ওঠে “wiser and sadder man”—অর্থাৎ জ্ঞানী ও গম্ভীর। এটি কোলরিজের নৈতিক শিক্ষার প্রতিফলন।

0
Updated: 1 week ago
What is the significance of the Mariner biting his arm to speak?
Created: 1 week ago
A
He was hungry
B
He wanted to kill himself
C
He was so thirsty that he needed blood to moisten his throat to shout
D
He wanted to make a pact with Lucifer
তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে নিজের হাতে কামড় দিয়ে রক্ত দিয়ে গলা ভিজিয়ে চিৎকার করে বলে “A sail! a sail!”। এটি তার হতাশা ও ভয়াবহ পরিস্থিতি বোঝায়।

0
Updated: 1 week ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
What natural feature does the dome of pleasure reflect upon?
Created: 6 days ago
A
Mountains
B
Waves of the river
C
Fertile meadows
D
Blue sky
আনন্দ–প্রাসাদের ছায়া নদীর তরঙ্গের উপর ভেসে ওঠে—“The shadow of the dome of pleasure / Floated midway on the waves.”

2
Updated: 6 days ago