A
The sea dries up
B
The Albatross falls from his neck
C
Death returns
D
The sailors come back to life
উত্তরের বিবরণ
যখন মেরিনার সমুদ্রের সাপেদের সৌন্দর্য উপলব্ধি করে তাদের আশীর্বাদ করে, তখন সে প্রথমবার প্রার্থনা করতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে তার গলা থেকে আলবাট্রসের মৃতদেহ পড়ে যায়। এটি তার পাপমোচনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 1 week ago
Identify the correct quote from Kubla Khan:
“In Xanadu did Kubla Khan / A stately pleasure-dome decree”—
Created: 6 days ago
A
Opening lines of the poem
B
Closing lines of the poem
C
Middle lines of the poem
D
A quotation from another poet
এই লাইন দুটি কবিতার প্রথমেই এসেছে। কবি জানান, জ্যানাডুতে কুবলাই খান এক মহিমান্বিত বিলাস প্রাসাদ নির্মাণের আদেশ দেন। লাইনটি শুধু কবিতার সূচনা নয়, পুরো কবিতার কল্পনা ও রহস্যময় আবহ তৈরি করে। পাঠক তৎক্ষণাৎ এক অদ্ভুত স্বপ্নরাজ্যে প্রবেশ করে। কবিতার এই লাইন রোমান্টিক কাব্যের অন্যতম বিখ্যাত উদ্ধৃতি হয়ে উঠেছে এবং কোলরিজের কল্পনাশক্তির স্বাক্ষর বহন করে।

1
Updated: 6 days ago
What do the dead sailors’ eyes symbolize?
Created: 1 week ago
A
Beauty of nature
B
Courage
C
Curse and guilt haunting the Mariner
D
Guidance
মৃত নাবিকেরা মৃত্যুর সময় অভিশাপভরা দৃষ্টিতে মেরিনারের দিকে তাকিয়েছিল। সেই চোখগুলোই তাকে সাত দিন-রাত তাড়িয়ে বেড়ায়। এটি অপরাধবোধের প্রতীক।

0
Updated: 1 week ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 6 days ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 6 days ago