What supernatural event saves the Mariner after blessing the snakes?
A
The sea dries up
B
The Albatross falls from his neck
C
Death returns
D
The sailors come back to life
উত্তরের বিবরণ
যখন মেরিনার সমুদ্রের সাপেদের সৌন্দর্য উপলব্ধি করে তাদের আশীর্বাদ করে, তখন সে প্রথমবার প্রার্থনা করতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে তার গলা থেকে আলবাট্রসের মৃতদেহ পড়ে যায়। এটি তার পাপমোচনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 1 month ago
What sound does the wind produce in Section VII of “Dejection : an Ode”?
Created: 1 month ago
A
Gentle lullaby
B
Agonized scream of torture
C
Joyful melody
D
Silent whisper
কবি বাতাসকে শোনেন যন্ত্রণার চিৎকারের মতো—“What a scream / Of agony by torture lengthened out / That lute sent forth!”। এটি প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতীক। বাতাসকে তিনি বীণার মতো কল্পনা করেছেন, যা যন্ত্রণার সুর বাজাচ্ছে। এর মাধ্যমে তিনি তাঁর অন্তরের অশান্তি ও কষ্ট প্রকাশ করেছেন।

2
Updated: 1 month ago
"The Rime of the Ancient Mariner" is famously inspired by a dream experienced by which of Coleridge's friends?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Thomas Cruikshank
D
John Thelwall
Coleridge যখন William Wordsworth-এর সঙ্গে কবিতা নিয়ে কাজ করছিলেন, তখন তাদের প্রতিবেশী ও পরিচিত John Cruikshank (যাকে প্রায়শই Thomas Cruikshank বলা হয়) এর একটি স্বপ্ন তাদেরকে প্রেরণা দিয়েছিল। এই স্বপ্নে দেখা ভূতুড়ে জাহাজ এবং কঙ্কাল নাবিকদের চিত্র কবিতার supernatural elements গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
-
Coleridge এবং Wordsworth-এর সহযোগিতার সময় John Cruikshank-এর স্বপ্ন কবিতার ghostly ship এবং skeleton sailors এর ধারণা দিয়েছিল।
-
এই ভিজন কবিতার atmosphere-কে গভীরভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে supernatural and eerie mood গঠনে।
-
স্বপ্নটি কবিতার মূল suspenseful এবং haunting elements তৈরি করতে সাহায্য করেছে।

0
Updated: 2 weeks ago
Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 month ago