A
Angels
B
Ghosts
C
Death and Life-in-Death
D
Fairies
উত্তরের বিবরণ
ভূতুড়ে জাহাজে আসে “Death” এবং “Life-in-Death।” তারা পাশা খেলে নাবিকদের জীবন কেড়ে নেয়। “Death” নাবিকদের পায়, আর “Life-in-Death” মেরিনারকে জিতে নেয়। ফলে মেরিনার মৃত্যুর পরিবর্তে জীবন্ত মৃত্যুর যন্ত্রণায় আজীবন পুড়তে থাকে।

0
Updated: 1 week ago
What is the overall structure of Kubla Khan often considered?
Created: 6 days ago
A
A completed epic
B
A pastoral lyric
C
A narrative ballad
D
A poetic fragment
“Kubla Khan” সাধারণত একটি fragment বা অসম্পূর্ণ কবিতা হিসেবে বিবেচিত হয়। কোলরিজ নিজেই বলেছেন যে আফিম–ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে যা লিখতে চেয়েছিলেন, তা অসমাপ্ত থেকে যায়। ফলে এটি একটি অসম্পূর্ণ কিন্তু বিস্ময়কর কল্পনার খণ্ডচিত্র। এই অসম্পূর্ণতাই কবিতার রহস্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

1
Updated: 6 days ago
What is the central theme of Dejection: An Ode?
Created: 6 days ago
A
Political revolution
B
Decline of imagination and search for joy
C
Scientific exploration
D
Celebration of war
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো কবির নিজের কল্পনাশক্তির হ্রাস ও হারানো আনন্দ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। Coleridge প্রকৃতিকে দেখছেন, কিন্তু অনুভব করতে পারছেন না। তিনি জানেন, প্রকৃতির সৌন্দর্য ভেতরের আনন্দ ছাড়া মৃত। তাই কবিতাটি এক আত্মস্বীকারোক্তি—তিনি আনন্দ হারিয়েছেন, তবে অন্যের আনন্দ কামনা করছেন। এটি Romantic কবিতার সবচেয়ে আন্তরিক ও ব্যক্তিগত সুরগুলির একটি।

1
Updated: 6 days ago
What does Coleridge call his “shaping spirit” in “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Reason
B
Memory
C
Imagination
D
Conscience
কবি তার জন্মগত শক্তি হিসেবে যে ক্ষমতার কথা বলেন, তা হলো Imagination—“My shaping spirit of Imagination।” এ শক্তি তাকে আগে প্রকৃতি থেকে আনন্দ গ্রহণে সাহায্য করত, কিন্তু এখন বিষণ্ণতা তা নিস্তেজ করে ফেলেছে। এটি Romantic যুগে কল্পনার গুরুত্বকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে।

2
Updated: 6 days ago