Who are the crew of the spectre-ship?
A
Angels
B
Ghosts
C
Death and Life-in-Death
D
Fairies
উত্তরের বিবরণ
ভূতুড়ে জাহাজে আসে “Death” এবং “Life-in-Death।” তারা পাশা খেলে নাবিকদের জীবন কেড়ে নেয়। “Death” নাবিকদের পায়, আর “Life-in-Death” মেরিনারকে জিতে নেয়। ফলে মেরিনার মৃত্যুর পরিবর্তে জীবন্ত মৃত্যুর যন্ত্রণায় আজীবন পুড়তে থাকে।

0
Updated: 1 month ago
Water, water, everywhere,
And all the boards did shrink.
The line from which classic poem by Samuel Taylor Coleridge?
Created: 2 months ago
A
Christabel
B
The Rime of the Ancient Mariner
C
Dejection: An Ode
D
Ozymandias
is from “The Rime of the Ancient Mariner” by Samuel Taylor Coleridge.
About the Poem:
-
Written by Samuel Taylor Coleridge, a key figure of the English Romantic period.
-
First published in 1798 as part of Lyrical Ballads.
-
It is a narrative poem divided into seven parts.
-
Themes include sin, punishment, guilt, and respect for nature.
Important Characters:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Summary:
-
The mariner narrates his story to three young men.
-
He kills an albatross, bringing a curse upon the ship.
-
His companions die, and he survives alone, learning to respect nature.
-
He must wander the world to share his cautionary tale.
Famous Quotations from the Poem:
-
“Alone, alone, all, all alone, / Alone on a wide sea.”
-
“Water, water everywhere, / Not any drop to drink.”
-
“He prayeth best, who loveth best / All things both great and small.”
Source: Britannica, An ABC of English Literature by M. Mofizar Rahman.

0
Updated: 2 months ago
In Kubla Khan, what is the significance of the “stately pleasure-dome”?
Created: 2 weeks ago
A
It represents human power and artistic creation
B
It is just a luxurious palace in a foreign land
C
It symbolises the isolation of Kubla Khan
D
It is described to highlight the local culture
Kubla Khan কবিতায় “stately pleasure-dome” হলো শুধু একটি সুন্দর প্রাসাদের বর্ণনা নয়, বরং এটি মানুষের ক্ষমতা এবং সৃজনশীলতার প্রতীক। Coleridge এখানে দেখিয়েছেন যে, মানুষ কল্পনা ও শিল্পের মাধ্যমে এমন আশ্চর্যজনক সৌন্দর্য তৈরি করতে পারে যা প্রকৃতির সঙ্গে মিলিত।
প্রাসাদটি খানের রাজনৈতিক ক্ষমতা এবং তার কল্পনাশক্তির প্রতীক। কবিতার বাক্যগুলো প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে প্রাসাদকে এক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবমূর্তিতে রূপান্তরিত করে।

1
Updated: 2 weeks ago
The poem's setting, Xanadu, is depicted as a place of:
Created: 1 month ago
A
Stark desolation and poverty.
B
Intense natural beauty and artificial grandeur.
C
A bustling trade city.
D
A battlefield.
The poem "Kubla Khan" মূলত মানবসৃষ্ট সৌন্দর্য এবং প্রকৃতির অপরিবর্তনীয় শক্তি এর মধ্যে পার্থক্য তুলে ধরে। এখানে Kubla Khan-এর “stately pleasure-dome” (মানুষের তৈরি রাজকীয় সৌন্দর্য) কে ঘিরে রাখা হয়েছে প্রকৃতির wild, untamed elements দ্বারা, যেমন “gardens bright with sinuous rills” এবং Alph নদীর গভীর খাঁজ যেখানে নদী প্রবাহের শক্তি ফুটে ওঠে। এই man-made grandeur এবং natural beauty এর টানাপোড়েন কবিতার মূল থিমকে নির্ধারণ করে।
-
Stately pleasure-dome: Kubla Khan-এর নির্দেশিত, সুন্দরভাবে তৈরি করা কৃত্রিম সৌন্দর্য।
-
Gardens bright with sinuous rills: প্রকৃতির সৌন্দর্য, যা স্বাভাবিকভাবে বিস্তৃত এবং প্রাণবন্ত।
-
Deep chasm of the river Alph: প্রকৃতির শক্তিশালী ও অপ্রাকৃতিক সৌন্দর্য, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।
-
Central theme: কবিতায় মানুষ এবং প্রকৃতির মধ্যে সৃষ্টি ও নিয়ন্ত্রণের সীমা এবং সৌন্দর্য সম্পর্কিত tension দেখানো হয়েছে।

0
Updated: 2 weeks ago