A
Joy
B
Anger
C
Guilt and repentance
D
Fear
উত্তরের বিবরণ
আলবাট্রস হত্যার পর মেরিনার প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয় না, কিন্তু নাবিকদের মৃত্যু ও ভয়ঙ্কর নিঃসঙ্গতা তাকে অপরাধবোধে আচ্ছন্ন করে। পরে সাপেদের সৌন্দর্য দেখে সে ঈশ্বরের সৃষ্টির প্রতি নতুন শ্রদ্ধা অনুভব করে এবং অনুশোচনায় ভরে ওঠে। এই অনুশোচনাই তাকে আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যায়।

0
Updated: 1 week ago
What does the “pleasure-dome” primarily symbolize in the poem?
Created: 6 days ago
A
Historical architecture
B
Political tyranny
C
The power of human imagination
D
Religious devotion
“Pleasure-dome” বা আনন্দ-প্রাসাদ আসলে কল্পনার প্রতীক। এটি কেবল ঐতিহাসিক কুবলাই খানের প্রাসাদের বর্ণনা নয়, বরং কবির মনে সৃষ্ট এক কল্পনার জগৎ। কোলরিজ দেখাতে চেয়েছেন কিভাবে কল্পনার শক্তি বাস্তবকে অতিক্রম করে এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। প্রাসাদটি তাই সৃজনশীলতা, শিল্প ও কবিতার ক্ষমতার প্রতীক, যা সময় ও ইতিহাসের বাইরে দাঁড়ায়।

1
Updated: 6 days ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
Who are the crew of the spectre-ship?
Created: 1 week ago
A
Angels
B
Ghosts
C
Death and Life-in-Death
D
Fairies
ভূতুড়ে জাহাজে আসে “Death” এবং “Life-in-Death।” তারা পাশা খেলে নাবিকদের জীবন কেড়ে নেয়। “Death” নাবিকদের পায়, আর “Life-in-Death” মেরিনারকে জিতে নেয়। ফলে মেরিনার মৃত্যুর পরিবর্তে জীবন্ত মৃত্যুর যন্ত্রণায় আজীবন পুড়তে থাকে।

0
Updated: 1 week ago