What happens to the sailors after the dice game?
A
They die
B
They escape
C
They sleep
D
They curse the Mariner
উত্তরের বিবরণ
পাশা খেলার পর “Death” নাবিকদের জয় করে। ফলে ২০০ নাবিক একে একে মারা যায় এবং মেরিনার একা বেঁচে থাকে।

0
Updated: 1 month ago
What literary device is used in “Water, water, every where”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Repetition (and irony)
D
Hyperbole
একই শব্দ বারবার ব্যবহারের ফলে এটি repetition। চারপাশে পানি থেকেও পান করার উপায় না থাকা irony তৈরি করে।

0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the albatross hung around the Mariner’s neck?
Created: 2 weeks ago
A
It represents the Mariner’s guilt and burden for killing the bird
B
It shows his loyalty to the captain
C
It symbolises the courage to face the storm
D
It signifies the crew’s trust in him
কবিতায় আলবাট্রসকে মেরিনারের ঘাড়ে ঝুলানো হয়। এটি তার অপরাধ ও দোষবোধের প্রতীক। পাখি হত্যা করার পর তার ওপর মানসিক ও আত্মিক শাস্তি এসে পড়ে। মেরিনার প্রতিনিয়ত তার ভুলের স্মরণে কষ্ট পায়।
Coleridge এখানে দেখিয়েছেন যে, প্রকৃতির প্রতি অবজ্ঞা এবং অহংকার মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে। আলবাট্রস প্রতীকী হয়ে দাঁড়ায়—প্রকৃতির প্রতি শ্রদ্ধার অভাবের ফলস্বরূপ নৈতিক ও আধ্যাত্মিক বোঝা।

0
Updated: 2 weeks ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 1 month ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

2
Updated: 1 month ago