The complex form of the sentence:
Because of the rain, we canceled the tour.
A
Although it was raining, we canceled the tour.
B
Since it was raining, we canceled the tour.
C
Since it was raining, we should cancel the tour.
D
As it is raining, we canceled the tour.
উত্তরের বিবরণ
Converting Simple Sentence with "Because of" to Complex Sentence
• Example:
-
Simple: Because of the rain, we canceled the tour.
-
Complex: Since it was raining, we canceled the tour.
• Rule / নিয়ম:
-
Since/As দিয়ে শুরু করতে হবে।
-
Subject বসাতে হবে।
-
Verb বসবে tense অনুযায়ী।
-
Adjective/Noun বসাতে হবে (যদি থাকে)।
-
Comma বসাতে হবে।
-
এরপর অপর বাক্যটি বসাতে হবে।
• More Examples:
-
Simple: Because of his hard work, he passed the exam.
-
Complex: Since he worked hard, he passed the exam.

0
Updated: 1 month ago
He played instead of _______ .
Created: 1 month ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 1 month ago
Sidney believes poetry can make people:
Created: 5 months ago
A
More emotional
B
Good and wise
C
Selfish
D
Superstitious
Sidney বিশ্বাস করতেন যে কবিতা মানুষকে ভালো ও বুদ্ধিমান করতে পারে। কবিতা তাদের মনকে স্পর্শ করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষাদান করে এবং মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। তাই কবিতা মানুষকে শুধুমাত্র আনন্দ দেয় না, বরং তাদের ভালো ও বুদ্ধিমান বানায়।

0
Updated: 5 months ago
Which word is an antonym of "proliferate"?
Created: 3 weeks ago
A
Escalate
B
Certain
C
Diminish
D
Fallacious
Proliferate একটি verb, যা বোঝায় কোনো বিষয় বা বস্তু দ্রুত এবং প্রচুর সংখ্যায় বৃদ্ধি পাওয়া বা বিস্তৃত হওয়া। এটি সাধারণত দ্রুত বৃদ্ধি বা বিস্তার নির্দেশ করে।
-
Proliferate (verb)
English Meaning: To increase a lot and suddenly in number
Bangla Meaning: (১) কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির মাধ্যমে বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা
(২) (কোষ ইত্যাদি) জন্ম দেওয়া/প্রত্যুৎপন্ন করা -
Correct Answer: Diminish (অ্যান্টোনিম)
-
Synonyms: Multiply (বেড়ে যাওয়া), Escalate (দ্রুত সঞ্চালন), Increase (বৃদ্ধি পাওয়া), Accelerate (উত্তরোত্তর গতি বৃদ্ধি করা), Accumulate (সঞ্চিত করা)
-
Antonyms: Decrease (কমা), Diminish (ক্ষয়ে যাওয়া), Lessen (কমে যাওয়া), Dwindle (হ্রাস পাওয়া), Recede (ক্ষীণ হওয়া)
-
Other Forms:
-
Proliferation (noun): দ্রুতবিস্তার; দ্রুত বংশবিস্তার/বংশবৃদ্ধি
-
-
Other Options:
-
Certain (নিশ্চিত; সন্দেহাতীত)
-
Fallacious (ভ্রান্তিমূলক; বিভ্রান্তিকর)
-
-
Example Sentences:
-
Small businesses have proliferated in the last ten years.
-
This is an important element as advertiser opportunities continue to proliferate in the years ahead.
-
-
Source:

0
Updated: 3 weeks ago