A
Miserably
B
Miser
C
Miserly
D
Misery
উত্তরের বিবরণ
Adjective Form of ‘Miser’
• Answer:
-
গ) Miserly
• Miser (Noun)
-
English Meaning: A person who hoards wealth and spends as little money as possible
-
Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস
• Adjective Form:
-
Miserly — ব্যয়কুণ্ঠ; কৃপণ
• Other Forms:
-
Miserable (Adjective)
-
Miserableness (Noun)
-
Miserably (Adverb)
• Related Word – Misery (Noun):
-
দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা
-
কথ্য অর্থে: সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Oxford Dictionary

0
Updated: 1 week ago
What Greek word means "maker" and is related to the word poet?
Created: 3 months ago
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 3 months ago
The 'climax' of a plot is what happens-
Created: 1 week ago
A
in the beginning
B
at the end
C
at the height
D
in the confrontation
The 'climax' of a plot is what happens at height.
• Climax
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- The rising action leads up to the climax, and then ( after the climax) follows the falling action.
- অর্থাৎ, এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়।
- সুতরাং, Climax happens at the height of a plot.
• For example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs and he roars.' The climax is at the end of the sentence.
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

0
Updated: 1 week ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 4 days ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 4 days ago