Choose the adjective form of 'Miser'.
A
Miserably
B
Miser
C
Miserly
D
Misery
উত্তরের বিবরণ
Adjective Form of ‘Miser’
• Answer:
-
গ) Miserly
• Miser (Noun)
-
English Meaning: A person who hoards wealth and spends as little money as possible
-
Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস
• Adjective Form:
-
Miserly — ব্যয়কুণ্ঠ; কৃপণ
• Other Forms:
-
Miserable (Adjective)
-
Miserableness (Noun)
-
Miserably (Adverb)
• Related Word – Misery (Noun):
-
দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা
-
কথ্য অর্থে: সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Oxford Dictionary

0
Updated: 1 month ago
Which of the following is not a synonym of “Slack”?
Created: 4 weeks ago
A
Dull
B
Bright
C
Sloppy
D
Sluggish
Slack (adjective) অর্থ হলো অমনোযোগী, শিথিল বা ধীরগতির, কাজ বা কার্যকলাপে সক্রিয় না থাকা।
-
ইংরেজি অর্থ:
-
Not stretched tight.
-
(of business) Not having many customers or sales; not busy.
-
(disapproving) Not putting enough care, attention, or energy into something and so not doing it well enough.
-
-
বাংলা অর্থ:
১) কর্তব্যকর্মে অমনোযোগী; নির্জীব
২) নিথর; নিষ্ক্রিয়; মন্দা
৩) শিথিল; ঢিলা
৪) ধীরগতি; মন্থর; জোয়ারভাটার মাঝামাঝি সময় -
Synonyms: Sloppy (ঢিলেঢালা), Sluggish (ধীরগতির), Dull (নির্জীব), Flimsy (নগন্য), Slow (ধীর)
-
Antonyms: Active (সক্রিয়), Intelligent (বুদ্ধিমান), Lively (প্রাণবন্ত), Smart (চৌকষ), Bright (উজ্জল, প্রখর, বুদ্ধিমান)
-
অন্যান্য রূপ:
-
(Verb intransitive)
১) slack (off) → কাজে ঢিলা দেওয়া
২) slack up → গতি কমানো
৩) slack off/away → দড়ি ইত্যাদি ঢিলে/শিথিল/আলগা করা -
Slacker (noun) → অলস ব্যক্তি; ফাঁকিবাজ
-
Slackly (adverb)
-
Slackness (noun)
-
-
উদাহরণ বাক্য:
-
He's been very slack in his work lately.
-
He is being slack in maintaining discipline.
-
সঠিক বিপরীত অর্থ: Bright

0
Updated: 4 weeks ago
What imagery does the poet use to describe the loss of childhood vision?
Created: 1 week ago
A
A setting sun
B
A fading dream
C
A cloudy sky
D
A broken mirror
কবি শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানোর অভিজ্ঞতাকে বর্ণনা করতে স্বপ্ন মিলিয়ে যাওয়ার চিত্রকল্প এবং আলো নিভে আসার প্রতীক ব্যবহার করেছেন। তিনি উল্লেখ করেন এক “celestial light”, যা একসময় পৃথিবীকে স্বর্গীয় আভায় ভরে দিত, কিন্তু এখন তা ম্লান হয়ে গিয়ে কেবল “light of common day” হয়ে আছে। এই অভিজ্ঞতা অনেকটা স্বপ্ন ভোর হওয়ার পর মিলিয়ে যাওয়ার মতো, যেখানে কেবল স্মৃতিই থেকে যায়, কিন্তু আগের জীবন্ত দীপ্তি আর থাকে না।
-
“Glory and the freshness of a dream”: এই চিত্রকল্প স্বপ্নের ক্ষণস্থায়ী প্রকৃতিকে বোঝায়। শৈশবে যে দৃষ্টি উজ্জ্বল ও মহিমান্বিত মনে হয়েছিল, তা এখন কেবল একটি স্মৃতি হয়ে আছে।
-
“Celestial light”: শৈশবে পৃথিবীকে যে স্বর্গীয় আলোয় ভরা দেখা যেত, তার প্রতিফলন। কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনে সেই আলো ম্লান হয়ে গেছে।
-
“Shades of the prison-house begin to close”: এখানে এক রূপক ব্যবহৃত হয়েছে, যা দেখায় কিভাবে বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব ও ভোগবাদী চিন্তা মানুষের চারপাশে কারাগারের মতো ঘিরে ধরে।
-
“Fades into the light of common day”: শৈশবের বিশেষ ও উজ্জ্বল উপলব্ধিকে প্রাপ্তবয়সের সাধারণ ও নিস্তেজ বাস্তবতার সাথে তুলনা করা হয়েছে।
-
আলোর ম্লান হয়ে যাওয়া অনেকটা অস্তগামী সূর্যের প্রতীকের মতো, যদিও কবিতায় সরাসরি সূর্যাস্তের উল্লেখ নেই।
-
ভাঙা আয়নার চিত্রকল্প এই কবিতায় মানানসই নয়, কারণ এখানে দৃষ্টির ক্ষতি ধীরে ধীরে আলো নিভে আসার মতো, কোনো হঠাৎ ভেঙে যাওয়ার মতো নয়।

0
Updated: 1 week ago
The poetic drama ‘Murder in the Cathedral’ was written by—
Created: 1 month ago
A
Harlod Pinter
B
G. B. Shaw
C
T. S. Eliot
D
Samuel Beckett
Murder in the Cathedral হলো T. S. Eliot–এর রচিত একটি কাব্য নাটক যেখানে Archbishop Thomas Becket–এর Canterbury Cathedral–এ সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কাহিনি নির্মিত হয়েছে।
নাটকটি Eliot–এর নাট্যশৈলী ও ধর্মীয় দর্শনের গভীরতাকে প্রতিফলিত করে এবং আধুনিক ইংরেজি সাহিত্যে বিশেষ স্থান অধিকার করেছে।
T. S. Eliot সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮; সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫; লন্ডন, ইংল্যান্ড
-
তিনি ছিলেন একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সম্পাদক।
-
আধুনিকতাবাদী সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে তিনি সুপরিচিত।
তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো:
-
The Waste Land (১৯২২)
-
Four Quartets (১৯৪৩)
-
Murder in the Cathedral (নাটক)
-
The Sacred Wood (প্রবন্ধ সংকলন)

0
Updated: 1 month ago