A
To take care of the sick
B
To forget a harm done
C
To become a friend to someone
D
To hold unfriendly feelings
উত্তরের বিবরণ
To Nurse a Grudge
• Answer:
-
ঘ) To hold unfriendly feelings
• Meaning:
-
English: If you have or bear a grudge against someone, you have unfriendly feelings towards them because of something they did in the past.
-
Bangla: মনে ক্ষোভ পুষে রাখা
• Example Sentence:
-
English: She is just so forgiving—I don't think she's ever nursed a grudge in her life!
-
Bangla: সে এতটাই ক্ষমাশীল—আমার মনে হয় না সে জীবনে কখনও ক্ষোভ পুষে রেখেছে!
Source:
-
Collins Dictionary

0
Updated: 1 week ago
Adnan can eat ___ his brother.
Created: 2 weeks ago
A
twice as
B
twice as much as
C
twice as more as
D
twice times
• সঠিক উত্তর: খ) twice as much as
-
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
-
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
-
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
• অন্যান্য Options
-
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
-
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
-
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
'The Sun Also Rises' is a novel written by-
Created: 1 month ago
A
Charles Dickens
B
Herman Melville
C
Earnest Hemingway
D
Thomas Hardy
The Sun Also Rises (উপন্যাস)
-
'The Sun Also Rises' উপন্যাসটি Ernest Hemingway এর লেখা। এটি তার প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস, যা তাকে একজন সফল ঔপন্যাসিক হিসেবে পরিচিত করে তোলে।
-
প্রকাশকাল: ১৯২৬ সাল।
-
বিকল্প নাম: Fiesta নামে উপন্যাসটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের তরুণ সমাজ—যাদের “Lost Generation” বলা হয়—তাদের জীবনের বিশৃঙ্খলা, হতাশা এবং যুদ্ধ-পরবর্তী মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
-
কাহিনী মূলত স্পেন ও প্যারিস-কে ঘিরে আবর্তিত হয়েছে।
মূল চরিত্রসমূহ:
-
Jake Barnes – উপন্যাসের প্রধান চরিত্র, যুদ্ধের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
-
Lady Brett Ashley – স্বাধীনচেতা এবং Jake-এর প্রেমিকা।
-
Robert Cohn – এক সাবেক বক্সার ও Jake-এর বন্ধু।
-
Bill Gorton – হাস্যরসপ্রিয় চরিত্র এবং Jake-এর বন্ধু।
-
Mike Campbell – Brett-এর প্রেমিক।
-
Pedro Romero – তরুণ ও প্রতিভাবান বুলফাইটার।
-
Montoya – স্পেনের বুলফাইটিং হোটেলের মালিক।
-
Frances Clyne – Robert Cohn-এর বান্ধবী।
Ernest Hemingway সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৮৯৯, ইলিনয়, আমেরিকা।
-
পেশা: প্রধানত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তার সংক্ষিপ্ত, সহজ এবং প্রভাবশালী লেখার ধরণ ২০ শতকের ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
তার বিখ্যাত উপন্যাসসমূহ
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য যে, "The Sun is Rising" শিরোনামে John Donne-এর একটি বিখ্যাত কবিতাও রয়েছে, যা এই উপন্যাসের সঙ্গে সম্পর্কিত নয়।
তথ্যসূত্র:Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
The play 'Candida' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

1
Updated: 1 month ago