Identify the correct sentence:
A
The teacher along with the students were planning the annual event.
B
The teacher along with the students was planning the annual event.
C
The teacher along with the student were planning the annual event.
D
The teachers along with the student was planning the annual event.
উত্তরের বিবরণ
Subject-Verb Agreement with Phrases like "along with"
• Correct Sentence:
-
English: The teacher along with the students was planning the annual event.
-
Bangla: শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে বার্ষিক অনুষ্ঠান পরিকল্পনা করছিলেন।
• Rule:
-
যদি with, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা noun বা pronoun যুক্ত থাকে, তাহলে verb সর্বদা প্রথম subject অনুযায়ী হবে।
-
অর্থাৎ:
-
প্রথম noun/pronoun singular → verb singular
-
প্রথম noun/pronoun plural → verb plural
-
• Example:
-
The teacher along with the students was planning the annual event.
-
এখানে প্রথম subject: The teacher → singular
-
তাই verb: was
-

0
Updated: 1 month ago
Find out the correct passive form of the sentence 'Who taught you French?'
Created: 1 month ago
A
By whom you were taught French?
B
By whom French was taught you?
C
French was taught you by whom?
D
By whom were you taught French?
Active Voice-টি Past Indefinite Tense-এ আছে এবং এটি Interrogative Sentence.
Who-যুক্ত Sentence-কে Interrogative করার নিয়ম:
- who-এর পরিবর্তে প্রথমে by whom বসে +
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসে। +
- Objectটি Subject হয়। +
- অনেক সময় Tense অনুযায়ী, কর্তার পরে be/ being/ been বসাতে হয়। +
- মূল Verb-এর Past Participle হয়। +
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
তাই, সঠিক উত্তর হবে- By whom were you taught French?

0
Updated: 1 month ago
What is the synonym of “Noxious”?
Created: 2 weeks ago
A
Harmless
B
Pleasant
C
Poisonous
D
Neutral
সঠিক উত্তর হলো গ) Poisonous। Noxious মানে অনিষ্টকর, ক্ষতিকর বা অপকারী; এটি শারীরিকভাবে ক্ষতি বা ধ্বংসের কারণ হতে পারে। Poisonous হলো এমন কিছু যা বিষময় বা বিষপূর্ণ এবং শোষিত বা খাওয়া হলে আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।
-
Noxious
-
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী
-
English Meaning: physically harmful or destructive to living beings
-
-
Poisonous
-
Bangla Meaning: নৈতিকভাবে ক্ষতিকর; বিষময়; বিষপূর্ণ
-
English Meaning: producing a toxic substance that causes injury or death when absorbed or ingested
-
Other options:
-
ক) Harmless
-
Bangla Meaning: ক্ষতি বা আঘাতহীন
-
English Meaning: free from harm, liability, or loss
-
-
খ) Pleasant
-
Bangla Meaning: সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
English Meaning: having qualities that tend to give pleasure; agreeable
-
-
ঘ) Neutral
-
Bangla Meaning: যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ
-
English Meaning: one that is neutral
-

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
Each student and each teacher have submitted their documents.
B
Each student and each teacher has submitted his or her document.
C
Each student and each teacher has submitted their documents.
D
Each student and each teacher have submitted his document.
সঠিক উত্তর হলো খ) Each student and each teacher has submitted his or her document।
-
"Each student and each teacher"—এখানে "each" প্রতিটি noun-এর আগে ব্যবহার হওয়ায় subject singular হিসেবে গণ্য হবে।
-
Singular subject-এর জন্য verb হবে has, এবং possessive pronoun হবে his or her, কারণ student ও teacher উভয়ই পুরুষ বা নারী হতে পারে।
-
Their একটি plural pronoun, যা singular subject-এর জন্য formal English-এ ব্যবহার করা উচিত নয়।
-
তাই ব্যাকরণগতভাবে সঠিক, স্পষ্ট এবং gender-inclusive বাক্য হলো: "Each student and each teacher has submitted his or her document"। এটি subject-verb agreement এবং pronoun agreement উভয় ক্ষেত্রেই সঠিক।
Other options:
-
ক) Each student and each teacher have submitted their documents
-
ভুল, কারণ subject singular হওয়া সত্ত্বেও have (plural verb) এবং their (plural pronoun) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Each student and each teacher has submitted their documents
-
ভুল, কারণ their singular subject-এর সাথে formal grammar অনুযায়ী সঠিক নয়।
-
-
ঘ) Each student and each teacher have submitted his document
-
ভুল, কারণ have (plural verb) singular subject-এর সাথে ব্যবহার করা হয়েছে এবং his gender-exclusive।
-

0
Updated: 2 weeks ago