An antonym of 'Divulge' is-
A
Consume
B
Disclose
C
Conceal
D
Indulge
উত্তরের বিবরণ
Antonym of ‘Divulge’
• Answer:
-
গ) Conceal
• Divulge (Verb)
-
English Meaning: To make known (something, such as a confidence or secret)
-
Bangla Meaning: গোপন কথা ফাঁস করা
• Synonyms of Divulge:
-
Expose: উন্মোচিত করা
-
Leak: ফাঁস করা
-
Reveal: প্রকাশ করা
-
Disclose: উন্মুক্ত করা
-
Display: প্রদর্শন করা
• Antonyms of Divulge:
-
Conceal: গুপ্ত, লুকানো
-
Cloak: গোপন করা
-
Hide: লুকানো
-
Disguise: ছদ্মবেশ
-
Camouflage: ছদ্মবেশের দ্বারা গোপন করা
• অন্যান্য শব্দের পার্থক্য:
-
Consume: আহার বা পান করা; নিঃশেষ করা
-
Indulge: পরিতৃপ্ত করা; বাসনা ইত্যাদি চরিতার্থ করা; প্রশ্রয়/আশকারা দেওয়া; ইচ্ছাপূরণ করা; অনুবর্তন করা
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
"To be or not to be, that is the question."
This is taken from Shakespeare's play-
Created: 1 month ago
A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
• "To be or not to be, that is the question."
- This is taken from Shakespeare's play Hamlet.
• Hamlet:
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় 1603 সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet ছিলেন 'prince of Denmark' যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy -এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet -এর মৃত্যুর মধ্যে দিয়ে এই tragedy -র সমাপ্তি ঘটে।
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable works:
Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.
Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.
Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

0
Updated: 1 month ago
The idiom "Word of mouth" means -
Created: 1 month ago
A
Written information
B
False news
C
Public speech
D
Spoken recommendation
• "Word of mouth" (Idiom)
-
English meaning: Information or recommendation communicated orally rather than in writing; passed from person to person.
-
Bangla meaning: মুখে মুখে প্রচার; ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে তথ্য বা খবর ছড়িয়ে পড়া।
• ব্যবহার:
-
কোনো সেবা, পণ্য বা প্রতিষ্ঠানের প্রসার বা পরিচিতি ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে ঘটলে বলা হয় "word of mouth"।
• Example sentences:
-
Most new customers come to our store through word-of-mouth recommendations.
-
The restaurant became popular quickly thanks to word of mouth.
-
Students learned about the seminar purely by word of mouth.

0
Updated: 1 month ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 month ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago