A
Noun
B
Pronoun
C
Preposition
D
Adverb
উত্তরের বিবরণ
Like (Preposition)
• Complete Sentence:
-
English: Don’t laugh like that.
-
Bangla: এমনভাবে হাসো না।
-
Part of Speech: 'like' → Preposition
• Explanation:
-
কোনো কিছুর রকম/প্রকার বোঝাতে বা intensive/ironic phrases গঠনে noun/pronoun-এর আগে 'like' preposition হিসেবে ব্যবহার হয়।
-
এখানে, "like" verb laugh কে demonstrative that-এর সাথে যুক্ত করছে।
• Like (Preposition) Meaning:
-
English: Similarly to; willing to; in the mood for
-
Bangla: মতো; ন্যায়; রকম; প্রকার; চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া
• Examples:
-
His house is like a barn.
-
I don’t feel like going out tonight.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Who serves as a comic relief in the novel?
Created: 20 hours ago
A
Mr. Collins
B
Mr. Bennet
C
Lydia
D
Caroline Bingley
Mr. Collins তার হাস্যকর বক্তৃতা, আত্মগর্ব ও Lady Catherine-এর তোষামোদের কারণে উপন্যাসের কমিক চরিত্র। তার প্রস্তাব Elizabeth-কে হাস্যকর মনে হয়। তার আচরণ Austen-কে বিদ্রূপ করার সুযোগ দেয়—ধর্মীয় দায়িত্বে থাকা একজন clergyman কেমন করে ভণ্ডামি করে। Collins-এর মাধ্যমে Austen satire তৈরি করেন, যাতে সমাজের বোকামি ও অন্ধভক্তি প্রকাশ পায়। তিনি পুরো উপন্যাসে comic relief হিসেবে কাজ করেন।

0
Updated: 20 hours ago
Only the brave deserve the fair. (negative)
Created: 1 week ago
A
None but brave deserves the fair.
B
None but the brave deserve the fair.
C
None except the brave deserves the fair.
D
Not only the brave deserve the fair.

0
Updated: 1 week ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago