Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
A
will heat
B
heats
C
heat
D
heated
উত্তরের বিবরণ
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 1 month ago
Which idiom describes "feeling uncomfortable in a situation"?
Created: 4 weeks ago
A
A man of parts
B
A fool's paradise
C
A fish out of water
D
A hard nut to crack
A fish out of water একটি idiom যার অর্থ হলো কেউ কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছে।
-
ইংরেজি অর্থ: someone who is uncomfortable in a specific situation.
-
বাংলা অর্থ: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা।
-
অন্যান্য বিকল্প:
-
ক) A man of parts → বহু বিষয়ে দক্ষ ব্যক্তি।
-
খ) A fool's paradise → অজ্ঞতা বা ভ্রান্তিতে সুখী থাকা।
-
ঘ) A hard nut to crack → কঠিন সমস্যা বা প্রতিদ্বন্দ্বী।
-
-
উদাহরণ বাক্য: I felt like a fish out of water at my new school.
-
বাংলায়: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।
-

0
Updated: 4 weeks ago
Who wrote the poem 'The Collar'?
Created: 1 month ago
A
Andrew Marvell
B
John Donne
C
George Herbert
D
Thomas Hobbes
The Collar – A Poem by George Herbert
১. কবিতা সম্পর্কে
-
রচয়িতা: George Herbert
-
ধরণ: Religious/Metaphysical Poem
-
বিষয়:
-
কবিতায় একজন ধর্মভিত্তিক মানুষ হঠাৎ করে তাঁর ধর্মীয় জীবনের প্রতি হতাশা প্রকাশ করেন।
-
মনে করেন, ঈশ্বরের আদেশ মেনে চলার কারণে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না।
-
তবে কবিতা শেষ পর্যন্ত দেখায়, ঈশ্বরের ভালোবাসা এবং আহ্বানে তিনি আবার ঈমান ও আনুগত্যে ফিরে আসেন।
-
২. George Herbert (1593–1633)
-
জীবনকাল: 1593–1633
-
পরিচয়: 17th century Jacobean Period-এর ধর্মীয় কবি ও ধর্মযাজক
-
কর্মজীবন: কবি, ধর্মযাজক, Cambridge বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
-
সাহিত্যকর্মের ধরন: Metaphysical/Religious poetry
-
জীবনকালে কম প্রকাশিত হলেও মৃত্যুর পর তাঁর কবিতা জনপ্রিয়তা পায়
৩. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Temple (কাব্য সংকলন)
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction

0
Updated: 1 month ago
The scouts in my school were sure to visit the flooded town, the condition _________ was not known.
Created: 2 months ago
A
that
B
of which
C
whose
D
in which
সঠিক উত্তর: of which.
• Complete sentence: The scouts in my school were sure to visit the flooded town, the condition of which was not known.
• Explanation:
- এই বাক্যটিতে "the flooded town" (বন্যাপীড়িত শহর) এবং "the condition" (অবস্থা) এর মধ্যে সম্পর্ক বোঝাতে একটি সঠিক Relative Pronoun প্রয়োজন।
- The phrase "the condition of which" means "the condition of the flooded town."
- এখানে "the flooded town" হলো antecedent (পূর্বপদ).
- "the condition of which was not known" = "the condition of the flooded town was not known".
• Given options:
- in which → ভুল (এটি স্থান নির্দেশ করে, যেমন- "the house in which he lives", কিন্তু এখানে শহরের অবস্থা বোঝাতে "in" অপ্রাসঙ্গিক)।
- whose → ভুল ("whose" is used for possession by people or personified things, যেমন- "the man whose car was stolen")।
- "whose" -এর পরে সাধারণত noun বসে।
- that → ভুল ("that" is not suitable for non-defining clauses like this)।
- "that" সাধারণত people, animals and things, ইত্যাদি ক্ষেত্রে defining clause -এ informally ব্যবহৃত হয়।
- যেমন- The 8.30 is the train that you need to get. (refers to a thing)
ঘ) of which → সঠিক (এটি Formal English-এ ব্যবহৃত হয় এবং "the condition of the town" বোঝায়)।
- "Of which" is a relative phrase that introduces a subordinate clause, providing additional information about a previously mentioned noun.
• More examples:
- "They visited the village, the beauty of which was amazing."
- (এখানে "the beauty of which" = "the beauty of the village").

0
Updated: 2 months ago