A
২০৬
B
৩০৬
C
৪০৬
D
৫০৬
উত্তরের বিবরণ
মানুষের কঙ্কালতন্ত্র
-
একজন মানুষের দেহে মোট ২০৬টি হাড় থাকে।
-
কঙ্কালতন্ত্র প্রধানত দুই ভাগে বিভক্ত:
(১) অক্ষীয় কঙ্কাল
(২) উপানীয় কঙ্কাল। -
মাথার কঙ্কালকে মুখমণ্ডলীয় ও করোটিকার অস্থির সমন্বয়ে গঠিত করোটি বলা হয়, যার মধ্যে মোট ২৯টি অস্থি থাকে।
-
করোটির সেই অংশ যা মস্তিষ্ককে আবৃত করে রাখে, তাকে করোটিকা বলে।
-
মুখমণ্ডল মোট ১৪টি অস্থি নিয়ে গঠিত।
-
মেরুদণ্ড গঠিত হয় ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখণ্ড থেকে।
উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago