Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
উত্তরের বিবরণ
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
Created: 2 months ago
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

0
Updated: 2 months ago
Choose the spelling.
Created: 3 weeks ago
A
Tantamaunt
B
Tauntamount
C
Tantanmount
D
Tantamount
Tantamount (Adjective)
-
English Meaning: Equivalent to something having the same bad effect as something else.
-
Bangla Meaning: সমপরিমাণ; সদৃশ; শামিল
Example Sentence:
-
His silence was tantamount to an admission of guilt.
-
বাংলা অর্থ: তার নীরবতা অপরাধ স্বীকার করার সমতুল্য ছিল।
Source:

0
Updated: 3 weeks ago
Who wrote Lady Chatterley's Lover?
Created: 1 month ago
A
E.M. Forster
B
Henry Miller
C
Virginia Woolf
D
D. H Lawrence
Lady Chatterley's Lover
-
লেখক: D. H. Lawrence
-
প্রকাশ: 1932 (England), পূর্ণ প্রকাশ: 1959 (New York), 1960 (London)
-
মূল ভাবনা: পুরুষ ও মহিলারা শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করবে এবং আবেগপ্রবণ প্রেমে যুক্ত হবে
Summary:
-
Sir Clifford Chatterley: সম্পদশালী জমিদার, কোমরের নিচের অংশ অবশ, সারাদিন বিছানায় থাকেন
-
Constance (Lady Chatterley): স্বামীর অক্ষমতার কারণে মানসিক ও শারীরিক অশান্তিতে ভুগে
-
প্রেমের এক অসফল চেষ্টা শেষে তিনি Oliver Mellors-এর প্রতি আকৃষ্ট হন
-
Oliver Mellors: নিম্নবিত্ত শ্রেণীর, কিন্তু শক্তিশালী চরিত্র, অবৈধ প্রণয়ে মত্ত হয়
D. H. Lawrence
-
English author, novelist, poet, playwright, essayist, critic
-
গুরুত্বপূর্ণ novels: Sons and Lovers, The Rainbow, Women in Love
His Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover

0
Updated: 1 month ago