What is the synonym of 'Utilize'?
A
Evasive
B
Employ
C
Misapply
D
Plight
উত্তরের বিবরণ
Synonym of ‘Utilize’
• Answer:
-
খ) Employ
• Utilize (Verb)
-
English Meaning: To use something in an effective way; make practical and effective use of.
-
Bangla Meaning: কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া
• Given Options:
-
ক) Evasive (Adjective): এড়িয়ে যেতে সচেষ্ট
-
খ) Employ (Verb): কাজে লাগানো; সদ্ব্যবহার করা; নিয়োগ করা
-
গ) Misapply (Verb): অপপ্রয়োগ/অপব্যবহার করা
-
ঘ) Plight: গুরুতর অবস্থা; দশা; দুর্দশা; দুরবস্থা; বাগদত্ত বা বাগদত্তা হওয়া
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Identify the common gender?
Created: 3 weeks ago
A
Mentrix
B
Doe
C
Gander
D
Cousin
সঠিক উত্তর হলো Cousin। Cousin বলতে মামাতো, খালাতো, চাচাতো বা ফুফাতো ভাই বা বোন বোঝায়।
Common Gender হলো সেই Noun যা পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বোঝাতে পারে।
-
উদাহরণ: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor ইত্যাদি।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
Mentrix: Mentor-এর feminine form।
-
Doe: স্ত্রীজাতীয় হরিণ বা খরগোশ, masculine form হলো Buck বা Hart।
-
Gander: কলহংস, masculine gender; এর feminine form হলো Goose।

0
Updated: 2 weeks ago
Which one of the following sentences is correct?
Created: 4 weeks ago
A
She felt devoid at hope after the news.
B
She felt devoid with hope after the news.
C
She felt devoid to hope after the news.
D
She felt devoid of hope after the news.
Correct Sentence: She felt devoid of hope after the news।
-
Bangla Meaning: খবর পাওয়ার পর সে আশা থেকে সম্পূর্ণ বঞ্চিত বোধ করল।
Devoid of (Adjective + Preposition)
-
English Meaning: Completely lacking something.
-
Bangla Meaning: সম্পূর্ণরূপে কোন কিছু থেকে শূন্য বা বিহীন।
-
"বিহীন" বা "অনুপস্থিত" বোঝাতে devoid এর পরে preposition হিসেবে সাধারণত of ব্যবহার করা হয়।
Example Sentences:
-
His voice was devoid of emotion.
-
The room was devoid of furniture.
Source:

0
Updated: 4 weeks ago
What is the full name of the poet known as T. S. Eliot?
Created: 1 month ago
A
Thomas Samuel Eliot
B
Thomas Stearns Eliot
C
Theodore Samuel Eliot
D
Timothy Stephen Eliot
T. S. Eliot–এর পূর্ণ নাম হলো Thomas Stearns Eliot। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, যিনি আধুনিক কবিতা ও নাটকে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন ২৬ সেপ্টেম্বর ১৮৮৮ সালে, St. Louis, Missouri, U.S.–এ এবং মৃত্যুবরণ করেন ৪ জানুয়ারি ১৯৬৫ সালে, লন্ডনে। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
Best Works (Poems)
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
His Known Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge

0
Updated: 1 month ago