A
having worked
B
working
C
work
D
worked
উত্তরের বিবরণ
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 1 week ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 4 weeks ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।

0
Updated: 4 weeks ago
Needle : Sewing :: Knife : ?
Created: 1 week ago
A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
“Take a fancy to” means -
Created: 1 week ago
A
To feel encouraged
B
To become fond of, often suddenly or unexpectedly
C
Very likely
D
Everything considered
The correct answer is -To become fond of, often suddenly or unexpectedly.
• Take a fancy to
- English Meaning: to become fond of, often suddenly or unexpectedly.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
- Ex. Sentence: They bought that house because they took a fancy to it.
- Bangla Meaning: এই বাড়িটা তারা কিনেছে কারণ এটা তাদের পছন্দ হয়েছে।

0
Updated: 1 week ago