A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
উত্তরের বিবরণ
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 2 weeks ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 2 weeks ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 4 weeks ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 4 weeks ago
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:
Created: 4 weeks ago
A
He has no desire for fame.
B
I intend going to Rajshahi.
C
He is too miserly to part with his money.
D
He has invited me for dinner.
ভুল বাক্য
I intend going to Rajshahi.
এই বাক্যটি ভুল। কারণ intend ক্রিয়ার পর to + verb-এর মূল রূপ (infinitive) বসে।
সঠিক বাক্য:
I intend to go to Rajshahi.
বাংলা অর্থ: আমি রাজশাহী যাওয়ার ইচ্ছা রাখি।
intend (verb) মানে:
-
ইচ্ছা করা
-
মনস্থ/সংকল্প করা
-
কোনো কাজ করার অভিপ্রায় থাকা
অন্য সঠিক বাক্যগুলোর বিশ্লেষণ:
(ক) He has no desire for fame.
বাংলা অর্থ: তার খ্যাতির প্রতি কোনো ইচ্ছা নেই।
এখানে desire for মানে হলো: কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা।
(গ) He is too miserly to part with his money.
বাংলা অর্থ: সে এতটাই কৃপণ যে তার টাকা খরচ করতে চায় না।
too...to গঠন বোঝায় – “এতটাই...যে...না”।
(ঘ) He has invited me for dinner.
বাংলা অর্থ: সে আমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
invite এর পরে to বা for প্রিপজিশন বসে (উদ্দেশ্য অনুযায়ী)।

0
Updated: 4 weeks ago