Choose the correct spelling:
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
উত্তরের বিবরণ
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
She ______ stop herself from buying the flower plant yesterday.
Created: 2 months ago
A
could not scarcely
B
could scarcely
C
could have scarcely
D
can scarcely
Complete sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
• সঠিক উত্তর: খ) could scarcely
-
Full Sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
-
বাংলা অর্থ: সে গতকাল ফুলের গাছটি কেনা থেকে নিজেকে প্রায় আটকাতে পারল না।
-
Grammar Note:
-
Could একটি modal verb, যা অতীত সময়ে ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: She could run fast when she was young. (সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত।)
-
-
Scarcely একটি negative adverb, যার অর্থ “প্রায় না / খুব কষ্টে।”
-
এটি সাধারণত modal verb-এর পরেই বসে।
-
উদাহরণ: He could scarcely speak. (সে প্রায় কথা বলতে পারছিল না।)
-
-
Modal verb এর পরে base form verb বসে।
-
“Yesterday” দ্বারা বোঝানো হয়েছে যে ঘটনাটি অতীতে ঘটেছে, তাই present tense (যেমন can scarcely) ব্যবহার করা যাবে না।
-
Other options:
ক) could not scarcely
-
❌ দ্বৈত নেতিবাচক (Double negative)।
-
“could not” এবং “scarcely” একসাথে ব্যবহার করলে বাক্য ভুল হয়ে যায়।
-
যেমন: She could not scarcely stop... → এটি ব্যাকরণগতভাবে ভুল।
গ) could have scarcely
-
❌ Could have ব্যবহার হয় অবাস্তব বা অনুমানমূলক অতীত ঘটনা বোঝাতে।
-
কিন্তু এখানে বাস্তবে যা ঘটেছে তাই বোঝানো হয়েছে।
-
উদাহরণ: She could have scarcely imagined the price. → অনুমান করা কঠিন ছিল।
ঘ) can scarcely
-
❌ Can বর্তমান কাল বোঝায়, কিন্তু বাক্যে yesterday আছে অর্থাৎ অতীতকাল।
-
তাই present tense modal ব্যবহার করা যাবে না।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 2 months ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 2 months ago
Which period is "William Wordsworth" associated with?
Created: 1 month ago
A
Neoclassical Period
B
Romantic Period
C
Victorian Period
D
Modern Period
সঠিক উত্তর হলো Romantic Period।
-
William Wordsworth
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত, যা তার কবিতায় প্রকাশ পেয়েছে
-
তার কিছু উল্লেখযোগ্য কাজ: London 1802 এবং ট্র্যাজেডি The Borderers, যেখানে French Revolution-এর প্রভাব লক্ষ্য করা যায়
-
তাকে বলা হয় The Father of the Romantic Age
-
A Preface to Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা) ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা করে
-
Lake Poet নামে পরিচিত, কারণ তার বাল্যকাল কেটেছে England-এর Lake District এলাকায়
-
১৮৪৩ সালে Poet Laureate হিসেবে সম্মানিত হন
-
-
Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy poems, ইত্যাদি
-
-
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-

0
Updated: 1 month ago