A
Flock
B
Pride
C
Anxious
D
Harbour
উত্তরের বিবরণ
Common Noun: Harbour
• Answer:
-
ঘ) Harbour — a general place where ships dock
• Harbour (Noun)
-
English Meaning: A place of security and comfort; especially, one with port facilities.
-
Bangla Meaning:
১) পোতাশ্রয়
২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান
• অন্যান্য উদাহরণ:
-
Flock (Collective Noun): (পাখির) ঝাঁক; (পশুর) পাল — e.g., a flock of birds
-
Pride (Collective Noun): দল; ঝাঁক — e.g., a pride of lions/peacocks
-
Anxious: উদ্দিগ্ন; চিন্তিত — একটি adjective, noun নয়
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
_______ translated The Bible into English from Latin.
Created: 4 months ago
A
William Tyndale
B
John Wycliffe
C
Geoffrey Chaucer
D
Thomas More
English
English Literature
John Wycliffe (1324-1438)
The middle english period (1066-1500)
No subjects available.
John Wycliffe প্রথমবার ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ করেন, যা ল্যাটিন ভাষা থেকে করা হয়েছিল। তিনি এই কাজটি বাইবেলকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছিলেন, কারণ তখন পর্যন্ত বাইবেল শুধুমাত্র ল্যাটিন ভাষায় ছিল এবং সাধারণ জনগণের জন্য এটি উপলব্ধ ছিল না।
John Wycliffe translated The Bible into English from Latin.
- তিনি The Middle English Period (1066-1500) এর একজন সুপরিচিত লেখক।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একাধারে English theologian, philosopher, church reformer হিসেবেও পরিচিত।
- He was the promoter of the first complete translation of the Bible into English অর্থাৎ তিনি সর্বপ্রথম বাইবেল ল্যাটিন থেকে ইংরেজিতে সফল্ভাবে অনুবাদ করেছিলেন।
- তিনি ছিলেন Protestant Reformation এর অন্যতম অগ্রদূত।
- তাঁকে the father of English prose বলা হয়ে থাকে।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 4 months ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 5 days ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 5 days ago
Who of the following is one the greatest modern dramatist?
Created: 2 weeks ago
A
Thomas Gray
B
Ben Jonson
C
S.T. Coleridge
D
G.B. Shaw
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
আইরিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
আধুনিক ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকারদের একজন
-
নোবেল পুরস্কার: সাহিত্য, 1925
বিখ্যাত নাটক:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Tragedy)
-
Man and Superman (Comedy)
-
The Doctor’s Dilemma (Satire, Epilogue)
-
St. Joan of Arc
অন্যান্য লেখক:
-
Thomas Gray: Neoclassical যুগের কবি
-
Ben Jonson: Renaissance যুগের নাট্যকার, Shakespeare-এর সমসাময়িক
-
S. T. Coleridge: Romantic যুগের কবি, নাট্যকার নন

0
Updated: 2 weeks ago