A
complete
B
had completed
C
had been completing
D
completed
উত্তরের বিবরণ
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.

0
Updated: 1 week ago
'The Rainbow' is -
Created: 2 weeks ago
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 2 weeks ago
What does RSVP on an invitation typically ask the recipient to do?
Created: 2 weeks ago
A
Bring a gift
B
Confirm attendance
C
Dress formally
D
Arrive early
RSVP
সংজ্ঞা ও অর্থ:
-
RSVP হলো ফরাসি শব্দগুচ্ছ “Répondez s'il vous plaît” এর সংক্ষিপ্ত রূপ।
-
অর্থ: “অনুগ্রহ করে উত্তর দিন” (Please respond)।
-
Invitation Card বা আমন্ত্রণপত্রে RSVP ব্যবহৃত হয় যাতে আয়োজক জানতে পারে যে আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানটিতে উপস্থিত হবেন কি না।
উদ্দেশ্য:
-
RSVP-এর মাধ্যমে আয়োজক guests-এর উপস্থিতি নিশ্চিত করতে পারেন।
-
এটি পরিকল্পনা সহজ করে, যেমন:
-
আসন সংখ্যা নির্ধারণ
-
খাবারের পরিমাণ ঠিক করা
-
অন্যান্য অনুষ্ঠানিক প্রস্তুতি
-
সঠিক উত্তর:
-
C) Confirm attendance
Source:
-
Cambridge Dictionary
-
Collins Dictionary

0
Updated: 2 weeks ago
They shouted so loudly, it made her ________ her glass.
Created: 4 weeks ago
A
drop
B
to drop
C
droping
D
droped
• Complete Sentence: They shouted so loudly, it made her drop her glass.
- Bangla Meaning: তারা এত জোরে চিৎকার করল যে, সে গ্লাসটা ফেলে দিল।
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার -
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- প্রদত্ত বাক্যে made এরপর her ব্যক্তি বাচক তাই এরপর verb এর base form "drop" বসবে।

0
Updated: 4 weeks ago