Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
A
complete
B
had completed
C
had been completing
D
completed
উত্তরের বিবরণ
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.

0
Updated: 1 month ago
Gorboduc is known as the ________.
Created: 6 months ago
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 6 months ago
The repetition of beginning consonant sound is know as-
Created: 1 month ago
A
personification
B
onomatopoeia
C
alliteration
D
rhyme
Literary Devices (Figures of Speech)
Alliteration (অনুপ্রাস)
-
যখন পাশাপাশি ব্যবহৃত শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জনধ্বনি বারবার আসে, তখন তাকে Alliteration বলে।
-
সহজভাবে বলতে গেলে—একই consonant sound বারবার পুনরাবৃত্তি হওয়াই Alliteration।
উদাহরণ:
-
"The fair breeze blew, the white foam flew,
The furrow followed free."
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
"Puffs, powders, patches, Bibles, billet-doux."
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুইবার এসেছে, তাই এটি Alliteration-এর উদাহরণ।
Personification (ব্যক্তিরূপ দান)
-
যখন জড় বস্তু, প্রাণহীন জিনিস বা বিমূর্ত ধারণাকে মানুষের গুণাবলি দেওয়া হয়, তখন তাকে Personification বলে।
-
অর্থাৎ কোনো lifeless object বা idea-কে জীবন্ত সত্তার মতো প্রকাশ করা।
উদাহরণ:
"There lies the port: the vessel puffs her sail:" (Tennyson, Ulysses)
এখানে জাহাজকে (vessel) একজন জীবন্ত মানুষের মতো কল্পনা করা হয়েছে।
Rhyme (ছন্দ/অন্ত্যমিল)
-
দুই বা ততোধিক শব্দের শেষে একই রকম ধ্বনি থাকলে সেটাকে Rhyme বলে।
-
কবিতায় Rhyme পাঠকের কানে সুরেলা শোনায় এবং stanza বা স্তবকের গঠনকে একত্র করে।
Onomatopoeia (অনুকার শব্দ)
-
কোনো শব্দ যদি সেই শব্দের আসল শব্দধ্বনি অনুকরণ করে তৈরি হয়, তবে তাকে Onomatopoeia বলে।
-
বাংলায় একে অনুকার অব্যয় বলা হয়।
উদাহরণ:
-
বৃষ্টির ঝমঝম
-
ঘড়ির টিকটক
-
বাতাসের শনশন
যেমন ইংরেজিতে বলা হয়—“The clock goes tick-tock.” → এখানে tick-tock শব্দটি ঘড়ির শব্দকে অনুকরণ করছে।
উৎসঃ An ABC of English Literature

0
Updated: 1 month ago
Who is the author of 'India Wins Freedom'?
Created: 2 months ago
A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা

0
Updated: 2 months ago