A
about
B
for
C
to
D
of
উত্তরের বিবরণ
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

0
Updated: 1 week ago
Which period is known as "The golden age of English literature?
Created: 1 month ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield" - Who quoted it?
Created: 2 weeks ago
A
John Milton
B
Alfred Tennyson
C
W.B. Yeats
D
Matthew Arnold
সঠিক উত্তর: Alfred Tennyson
মূল তথ্য:
-
"Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield" লাইনটি Alfred Tennyson রচিত Ulysses কবিতা থেকে নেওয়া।
-
Ulysses:
-
রচয়িতা: Alfred Tennyson
-
ধরণ: Dramatic Monologue
-
ছন্দ: Blank Verse
-
অনুপ্রেরণা: হোমারের কাব্য Iliad
-
-
কবিতার গুরুত্বপূর্ণ অংশ:
-
“I will never rest from travels, I will drink life to the lees.”
-
-
Alfred Tennyson:
-
Victorian Period-এর প্রধান প্রতিনিধি
-
তার কবিতা সাধারণত melodious language এবং lyric qualities দ্বারা পরিচিত
-
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Oenone
-
Morte D’ Arthur
-
Locksley Hall
-
The Memoriam
-
Tithonus
-

0
Updated: 2 weeks ago
The Good Morrow was written by -
Created: 5 days ago
A
Alexander Pope
B
T. S Eliot
C
John Donne
D
W. B. Yeats

0
Updated: 5 days ago