A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
উত্তরের বিবরণ
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What is Sidney’s final message about poetry?
Created: 3 months ago
A
It should be respected
B
It should be banned
C
It is only for entertainment
D
It is better than science
Sidney তাঁর রচনার শেষদিকে বলেন, কবিতা কোনো হেয় বা অবমূল্যায়ন করার বিষয় নয়। বরং, কবিতা মানব চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ভালো ও জ্ঞানী করে তোলে। তাই, তাঁর মূল বার্তা হলো—কবিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষাদান ও নৈতিক উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম।

0
Updated: 3 months ago
We waited until the plane-
Created: 1 month ago
A
did not take off
B
took off
C
had not taken off
D
had taken off
সঠিক উত্তর খ) took off এবং ঘ) had taken off
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
-------------------
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
• আবার,
- We waited until the plane took off.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

0
Updated: 1 month ago
Change into passive voice:
Someone has stolen my pen.
Created: 1 week ago
A
My pen was stolen by someone.
B
My pen has been stolen by someone.
C
My pen had been stolen by someone.
D
My pen is being stolen by someone.
Correct Answer: খ) My pen has been stolen by someone
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Someone has stolen my pen
-
এটি একটি active voice বাক্য এবং tense হলো present perfect (has stolen)।
-
Present perfect tense এর passive voice গঠন:
-
Passive voice গঠন:
-
Object (my pen) → Subject
-
Verb (has stolen) → has been stolen
-
-
সুতরাং: My pen has been stolen by someone
Other Options:
-
My pen was stolen by someone – ভুল, কারণ এটি past indefinite tense, মূল বাক্য ছিল present perfect।
-
My pen had been stolen by someone – ভুল, কারণ এটি past perfect tense, যা সময়ের সাথে মেলে না।
-
My pen is being stolen by someone – ভুল, কারণ এটি present continuous tense, মূল বাক্য present perfect ছিল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago