Wuthering Heights is a ______ by Emily Bronte.
A
satire
B
poem
C
short story
D
novel
উত্তরের বিবরণ
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
Who wrote this?
Created: 1 month ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
John Keats
D
T. S. Eliot
John Keats এবং “Ode on a Grecian Urn”
-
Famous Line:
“Heard melodies are sweet, but those unheard are sweeter.”-
এটি John Keats-এর Ode on a Grecian Urn কবিতা থেকে নেওয়া হয়েছে।
-
অর্থ: যে সঙ্গীত আমরা শুনি তা মধুর, কিন্তু কল্পনায় অনুভূত সঙ্গীত তার চেয়েও বেশি মধুর। এটি কল্পনা এবং সৃজনশীলতার মহত্ত্বকে প্রকাশ করে।
-
-
Ode on a Grecian Urn:
-
Romantic যুগের উল্লেখযোগ্য কবিতা।
-
প্রকাশিত: ১৮২০।
-
গঠন: ৫টি স্তবক (stanza)।
-
বিষয়: Grecian urn-এর উপর অঙ্কিত চিত্রকলা, সৌন্দর্য, সত্য এবং স্থায়িত্ব।
-
Keats-এর মতে, শিল্পকর্ম চিরন্তন, যা মানুষের জীবনের ক্ষণস্থায়ী আনন্দকে অতিক্রম করে।
-
-
John Keats (1795–1821):
-
ইংরেজি Romantic যুগের কবি।
-
সংবেদনশীলতা, সৌন্দর্যবোধ এবং মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য পরিচিত।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness।
-
পেশাগত জীবন: Physician, Surgeon।
-
-
Famous Quotes:
-
“Beauty is truth, truth beauty,—that is all / Ye know on earth, and all ye need to know.”
-
“A thing of beauty is a joy forever.”
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.”
-
“Where are the songs of spring? Aye, where are they?”
-
-
Notable Poems:
-
Ode to Psyche, Ode to a Nightingale, Ode on Melancholy, Ode on a Grecian Urn, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, La Belle Dame Sans Merci, ইত্যাদি।
-
-
Key Insight:
Keats-এর Ode on a Grecian Urn মানব জীবনের ক্ষণস্থায়ী আনন্দ ও শিল্পের স্থায়িত্বের মধ্যে একটি সুন্দর তুলনা স্থাপন করে।

0
Updated: 1 month ago
Reading history makes one wise.
Here, 'Reading' is-
Created: 3 weeks ago
A
Main verb
B
Gerund
C
Participle
D
None of these
Sentence: Reading history makes one wise.
-
Here, ‘Reading’ is a Gerund
Explanation:
-
A Gerund is a verb form ending in -ing that functions as a noun (subject, object, or complement) in a sentence
-
In this sentence, ‘Reading’ acts as the subject
General rule for Gerunds:
-
Formed by verb + ing
-
Functions both as a noun and retains some qualities of a verb
-
Gerunds do not describe action; they act as nouns
Uses of Gerunds in sentences:
-
As Subject or Object
-
As Object of a Preposition
-
As Nominative Absolute
-
As part of a Compound Noun
More examples:
-
Swimming keeps me healthy.
-
Painting calms my mind.
Source:

0
Updated: 3 weeks ago
What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
Created: 2 months ago
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 2 months ago