What is a limerick in literature?
A
A five-line humorous poem with a specific rhyme
B
An eight-line love poem
C
A six-line ballad sung with music
D
A Japanese poetic form
উত্তরের বিবরণ
Limerick
Definition:
-
English: A light or humorous five-line poem.
-
Bangla: কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।
-
এটি একটি পাঁচ লাইনের মজার ছড়া, যার রাইম স্কিম aabba।
-
সাধারণত হাস্যরসপূর্ণ, অল্প বোকামি বা কিছুটা রূঢ় কণ্ঠের হতে পারে।
-
ইংরেজিতে লিমেরিকের প্রথম সংকলন প্রায় 1820 সালের দিকে প্রকাশিত হয়।
Example of a Limerick
There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed.
Sources:
-
Britannica
-
Merriam-Webster Dictionary

1
Updated: 1 month ago
Choose the correct options.
Created: 4 weeks ago
A
They violated with the rules of the competition.
B
They violated to the rules of the competition.
C
They violated from the rules of the competition.
D
They violated the rules of the competition.
সঠিক উত্তর হলো They violated the rules of the competition।
Transitive verb:
-
Transitive verb-এর পর সাধারণত কোনো preposition বসে না। সরাসরি object আসে।
-
কিছু সাধারণ Transitive verb-এর উদাহরণ: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter।
-
এই প্রশ্নে violate একটি Transitive verb, তাই এর পর কোনো preposition ব্যবহার করা হয়নি।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
বাক্যগুলিতে violate-এর পরে preposition (যেমন: with, to, from) ব্যবহার করা হয়েছে, যা grammatically ভুল।
Source:

0
Updated: 4 weeks ago
Verb of 'Number' is __
Created: 1 month ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 1 month ago
He feels happy today. Here 'feels' is -
Created: 3 weeks ago
A
Infinitive
B
Modal verb
C
Copulative verb
D
None of these
বাক্য He feels happy today-এ ‘feels’ হলো Copulative verb বা Linking verb। এটি subject (He) এবং adjective (happy) কে সংযুক্ত করছে। Copulative verb সাধারণত subject-এর অবস্থা, গুণ বা পরিচয় নির্দেশ করে।
-
Linking verb / Copulative verb
-
Linking verb হলো সেই verb যা subject এবং subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে।
-
এরা নিজেরা কোনো action প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ, পরিচয় বা পরিবর্তন বোঝায়।
-
Complement হিসেবে সাধারণত adjective বা noun বসে।
-
Linking/copulative verbs actionless।
-
-
Examples of Linking Verbs: be, become, look, seem, remain, appear, get, grow, feel
-
Examples:
-
The car looks fast.
-
My coffee remains hot.
-
He became a doctor.
-
He feels happy today.
-
-
Subjective Complement: Linking verb-এর পরে বসে subject-এর দোষ, গুণ, অবস্থা, পেশা বা পদবী প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago