A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
উত্তরের বিবরণ
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 1 week ago
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence: A formal composition or speech expressing high praise of somebody-
Created: 3 weeks ago
A
elegy
B
eulogy
C
caricature
D
exaggeration
Eulogy [ইউলাজি] (noun)
English Meaning: A speech or piece of writing containing great praise, especially for someone who has recently died.
Bangla Meaning: (Plural eulogies) [Countable noun, Uncountable noun] উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।
Synonyms: Tribute (শ্রদ্ধা), Accolade (প্রশংসা; সমাদর), Acclaim (করতালি; সমর্থন; জয়ধ্বনি).
Antonyms: Attack (বিরুদ্ধ সমালোচনা; আক্রমণ).
Other Forms:
- Eulogize (verb transitive) (আনুষ্ঠানিক) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।
- Eulogistic (adjective) উচ্চপ্রশংসাযোগ্য।
• Example Sentence:
- He delivered the eulogy at his grandfather’s funeral.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Elegy (noun)
English Meaning: A sad poem or song, especially remembering someone who has died or something in the past.
Bangla Meaning: (plural elegies) শোকগাথা।
• Caricature (noun)
English Meaning: A picture, description, or imitation of a person in which certain striking characteristics are exaggerated in order to create a comic or grotesque effect.
Bangla Meaning: কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক।
• Exaggeration (noun)
English Meaning: A statement that represents something as better or worse than it really is.
Bangla Meaning: অতিরঞ্জন; অতিকথন।
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago
Why does Darcy help in arranging Lydia and Wickham’s marriage?
Created: 20 hours ago
A
To save his own reputation
B
To win Elizabeth’s love
C
To protect the Bennet family’s honor
D
To obey Lady Catherine
Darcy জানে Lydia–Wickham-এর কেলেঙ্কারি পুরো Bennet পরিবারের সুনাম নষ্ট করবে। Elizabeth-এর পরিবারের সম্মান বাঁচাতে সে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে বিয়ে করতে বাধ্য করে। Darcy নিজের পরিচয় গোপন রাখে। Austen দেখান—সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগের মধ্যে প্রকাশ পায়। এই কাজ Darcy-র চরিত্র উন্নতির প্রমাণ।

0
Updated: 20 hours ago
Choose the correct sentence.
Created: 1 week ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
English
Conditional Sentence (Corrections)
English Grammar
English Literature
No subjects available.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 1 week ago