“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 month ago
Who wrote "Biographia Literaria"?
Created: 2 months ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com

0
Updated: 2 months ago
Fill in the blank:
He eventually ascended ____ the position of chief executive.
Created: 1 month ago
A
of
B
to
C
on
D
from
Correct Answer: to.
Complete Sentence: He eventually ascended to the position of chief executive.
বাংলা অর্থ: শেষ পর্যন্ত সে প্রধান নির্বাহী পদে উন্নীত হয়েছিল / পৌঁছেছিল।
• Ascend to → এর অর্থ হলো উচ্চতর পদ, মর্যাদা, বা স্তরে পৌঁছানো।
- Ascend to something (figurative)
আরও উদাহরণ:
- She ascended to the throne after her father’s death.
- He ascended to fame through hard work.
অন্য অপশনের ব্যাখ্যা:
- of – মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়; এখানে সম্পূর্ণ ভুল।
- on – কোনো কিছুর উপরে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু “ascend on” সঠিক collocation নয়।
- from – কোথা থেকে ওঠা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে গন্তব্য (position) বোঝানো হয়েছে।

0
Updated: 1 month ago
"To err is human, to forgive, divine" - Who quoted it?
Created: 1 month ago
A
Alexander Pope
B
William Shakespeare
C
John Dryden
D
Ben Jonson
Answer: Alexander Pope
Quote: "To err is human, to forgive, divine."
Source: An Essay on Criticism
An Essay on Criticism:
-
এটি একটি didactic poem (শিক্ষামূলক কবিতা)।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতাটি Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত।
-
কবিতায় সাহিত্য ও সমালোচনার নিয়ম, মানুষের দুর্বলতা এবং মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
Alexander Pope:
-
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত epigrammatic poet।
-
Augustan Age এর কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
তাকে বলা হয় ‘Mock Heroic Poet’।
-
কবিতায় জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়।
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
"A little learning is a dangerous thing."
-
"To err is human, to forgive, divine."
-
"Fools rush in where angels fear to tread."
-
"Blessed is the man who expects nothing, for he shall never be disappointed."
-
"Hope springs eternal in the human breast."
-
"The proper study of mankind is man."

0
Updated: 1 month ago