A
Things Fall Apart
B
Doctor Zhivago
C
The Alchemist
D
Les Miserables
উত্তরের বিবরণ
Doctor Zhivago
Author: Boris Pasternak (Russian novelist)
-
Doctor Zhivago হলো রুশ সাহিত্যিক Boris Pasternak-এর বিখ্যাত উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৫৭ সালে ইতালিতে প্রথম প্রকাশিত, তবে সোভিয়েত ইউনিয়নে ১৯৮৭ সালে এটি প্রকাশের অনুমতি পায়।
-
উপন্যাসটির কাহিনি রচিত হয়েছে ১৯১৭ সালের রুশ বিপ্লব ও এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে।
-
মূল বিষয়: বিপ্লব ও বিপ্লব-পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের সংগ্রাম।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তাঁর প্রেমিকা Lara।
-
উপন্যাসে বিপ্লবের নৃশংসতা ও রাজনৈতিক অস্থিরতা Zhivago চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে।
-
এই উপন্যাসটি Pasternak-এর best-seller, এবং ১৯৫৮ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয়।
-
তবে সোভিয়েত সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে, Pasternak-কে Union of Soviet Writers থেকে বহিষ্কার করে এবং চাপে পড়ে তিনি নোবেল পুরস্কার গ্রহণের পরেও তা ফেরত দিতে বাধ্য হন।
-
পরবর্তীতে ১৯৮৭ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং উপন্যাসটি দেশে প্রকাশিত হয়।
-
১৯৯৮ সালে রাশিয়ায় পুনরায় প্রকাশিত হয়।
Boris Pasternak (1890–1960)
-
পূর্ণ নাম: Boris Leonidovich Pasternak।
-
তিনি ছিলেন একজন রুশ কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।
-
বিখ্যাত উপন্যাস: Doctor Zhivago (যার জন্য ১৯৫৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন)।
-
তিনি William Shakespeare-এর বহু নাটক রুশ ভাষায় অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
Other Important Works & Authors
-
Things Fall Apart → Nigerian novelist Chinua Achebe।
-
The Alchemist → Brazilian author Paulo Coelho।
-
Les Misérables → French author Victor Hugo।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
There is only ____ water in the bottle.
Created: 6 days ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)

0
Updated: 6 days ago
The girl _____ be innocent.
Created: 1 week ago
A
appeared into
B
appeared to
C
accused to
D
appeared in
• Correct answer: The girl appeared to be innocent.
• Appeared to (Appropiate Preposition):
- Meaning: মনে হওয়া/ মনে পড়া/ দেখাতে লাগা।
- কারো সম্পর্কে কোনো ধারণা দেয়া বোঝাতে ব্যবহৃত হয়।
উল্লিখিত বাকি অপশনগুলো,
Appeared into:
- appear into এই শব্দজোড়াটি সাধারণত ব্যবহারযোগ্য নয়।
- "Appear" (প্রকাশ পাওয়া/ দেখা যাওয়া) এর সঙ্গে "into" বসে না, To বসে।
Accused to:
- "Accused" এর সঙ্গে to বসে না।
- সঠিক Preposition ব্যবহার হলো of.
- Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা।
Appeared in: "Appeared in" is used when talking about someone showing up in a place or publication (like "appeared in court" or "appeared in a movie"), but it doesn’t fit here.

0
Updated: 1 week ago
Choose the meaning of the given expressions: “No news is good news”
Created: 2 weeks ago
A
It is likely that we expect bad news.
B
It is likely to have bad news.
C
It is likely that nothing bad has happened.
D
It is unlikely that nothing bad has happened.
Proverb: No news is good news
English Meaning:
যখন কারো সম্পর্কে বা কোনো ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখন মনে করা হয় খারাপ কিছু ঘটেনি। খারাপ কিছু হলে নিশ্চয়ই খবর পাওয়া যেত।
বাংলা অর্থ:
"কোনো খবর না থাকাটাই সুখবর।"
Underlying Message:
অনেক সময় ভালো ফলাফল চুপিচুপি আসে, আলাদা করে জানানোর প্রয়োজন হয় না।
Example Sentences:
-
গ্যারেজ থেকে গাড়ির বিষয়ে কোনো খবর পাইনি, মনে হয়—no news is good news।
-
মেয়ে কলেজে গেছে, কোনো ফোন করেনি, তাই ধরে নিচ্ছি no news is good news।
-
আজ হাসপাতাল থেকে কোনো খবর আসেনি, তাই ভাবছি no news is good news।
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago