A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
উত্তরের বিবরণ
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 week ago
The literary work 'Kubla Khan' is -
Created: 2 weeks ago
A
A History by Vincent Smith
B
A verse by Coleridge
C
A drama by Oscar Wilde
D
A poem by Wordsworth
Kubla Khan
-
রচয়িতা: Samuel Taylor Coleridge
-
সম্পূর্ণ নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
ধরণ: Romantic poem
-
বৈশিষ্ট্য:
-
কবির নিজের ভাষ্য অনুযায়ী, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন
-
অনেক লাইন স্বপ্নাদিষ্টভাবে এসেছে
-
মূল বিষয়বস্তু: Nature of human genius
-
-
Kublai Khan: Yuan সম্রাট, ক্ষমতায় ১২৬০–১২৯৪
Samuel Taylor Coleridge
-
ইংরেজি lyrical poet, critic, philosopher
-
Lyrical Ballads (with Wordsworth) – English Romantic movement সূচনা
-
Biographia Literaria (1817) – Romantic literary criticism-এ গুরুত্বপূর্ণ
Notable Works:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 2 weeks ago
In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice : I know him.
Created: 4 weeks ago
A
He is known by me.
B
He was known to me.
C
He has been known by me.
D
He is known to me.
Present Indefinite Tense-এর Active থেকে Passive Voice করার নিয়ম
-
Object-টি subject হয়ে যাবে
-
এরপর বসবে am/is/are (subject অনুযায়ী)
-
তারপর বসবে main verb-এর past participle form
-
এরপর by/to/with/in ইত্যাদি
-
তারপর subject-এর objective form (যেমন: I → me, we → us)
✅ "known" এর পর সবসময় to বসে, by/in/with বসে না।
Active Voice: I know him.-
Passive Voice: He is known to me.

0
Updated: 4 weeks ago
'An Essay on Man' is a poem written by -
Created: 5 days ago
A
W. B Yeats
B
T. S Eliot
C
Alexander Pope
D
William Shakespeare
Answer - Alexander Pope.
• An Essay on Man:
- It was written by Alexander Pope.
- এটি মূলত Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
- It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- An Essay on Man describes the order of the universe in terms of a hierarchy, or chain, of being.
- By virtue of their ability to reason, humans are placed above animals and plants in this hierarchy.
• Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus.

0
Updated: 5 days ago