Who is the novelist of the novel "The Rainbow"?
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
উত্তরের বিবরণ
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
Which of the following is correctly spelled?
Created: 3 weeks ago
A
Kaleidoscope
B
Kaleidoskop
C
Kaliedoscope
D
Kaleidoskope
Kaleidoscope হলো একটি চোঙাকৃতি খেলনা, যার ভিতরে অনেক রঙের কাচ এবং আয়না থাকে। যখন এটি ঘোরানো হয়, তখন ক্রমাগত পরিবর্তনশীল রঙ ও নকশা দেখা যায়। বাংলায় এর অর্থ হতে পারে এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতরে অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়।
উদাহরণসমূহ:
-
ময়ূরের পালকের মধ্যে প্রদর্শিত রঙের জীবন্ত ক্যালেইডোস্কোপ।
-
বিভিন্ন জোট, গ্রুপিং এবং স্বার্থের একটি ক্যালেইডোস্কোপ।
উৎস:

0
Updated: 3 weeks ago
There is _____ sugar in the kitchen.
Created: 1 month ago
A
many
B
a little
C
a many
D
a few
Topic: Use of Little / A little / The little
Example (Fill in the blanks)
-
There is a little sugar in the kitchen. ✅
Rule
-
Uncountable noun এর সাথে ব্যবহৃত হয়: little, a little, much, less...than ইত্যাদি।
-
যেমন: sugar একটি uncountable noun, তাই এখানে a little বসবে।
Difference
-
Little → নেই বললেই চলে (Negative sense)
-
Example: There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
-
-
A little → আছে, তবে খুব অল্প (Positive sense)
-
Example: There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
-
-
The little → যতটুকু আছে, সবটুকুই
-
Example: The little knowledge he has is adequate to pass the test.
-
Extra Note
-
Few / A few / The few সবসময় Plural Countable Noun এর সাথে বসে।

0
Updated: 1 month ago
You need not _________, it wasn’t your fault.
Created: 2 months ago
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.

0
Updated: 2 months ago