"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
উত্তরের বিবরণ
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Unnecessary
B
Unneccessary
C
Unecessary
D
Unnesesary
Correct Spelling: Unnecessary (Adjective)
English Meaning: not needed; more than is needed.
Bangla Meaning: অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য; অহেতুক।
Example Sentence: He made an unnecessary comment during the meeting.
Bangla Meaning: সে সভার সময়ে অপ্রয়োজনীয় মন্তব্য করেছিল।

0
Updated: 1 month ago
Choose the antonym of the idiom “A close shave”:
Created: 1 month ago
A
Safe passage
B
Narrow escape
C
Brush with danger
D
Hairbreadth escape
• The antonym of the idiom "A close shave" is - Safe passage.
• A close shave (idiom)
English Meaning: a situation in which someone only just manages to avoid an accident or dangerous situation.
Bangla Meaning: অল্পের জন্য রক্ষা পাওয়া; সামান্য ব্যবধানে বিপদ থেকে বেঁচে যাওয়া।
Example Sentence:
- He had a close shave when the car nearly hit him.
অপশন আলোচনা:
- Safe passage - নিরাপদ যাত্রা; বিপদমুক্ত অবস্থা।
- Narrow escape - অল্পের জন্য রক্ষা।
- Brush with danger - বিপদের সঙ্গে মুখোমুখি হওয়া।
- Hairbreadth escape - অল্প ব্যবধানে রক্ষা পাওয়া।

0
Updated: 1 month ago
Which of the following is an antonym of "labile"?
Created: 3 weeks ago
A
Fickle
B
Steady
C
Criticism
D
Adept
Labile একটি বিশেষণ, যা এমন পরিস্থিতি বা বৈশিষ্ট্য নির্দেশ করে যা অপ্রত্যাশিত পরিবর্তন বা ওঠানামার অধীনে থাকে। বাংলায় এর অর্থ হলো অস্থির, পরিবর্তনশীল, স্থানান্তরপ্রবণ, চঞ্চল।
-
English Meaning: Liable to unpredictable variation or changes
-
Bangla Meaning: অস্থির; পরিবর্তনশীল; স্থানান্তরপ্রবণ; চঞ্চল
-
Synonyms:
-
Volatile (ভঙ্গুর, পরিবর্তনশীল)
-
Fickle (চঞ্চল)
-
Explosive
-
Unpredictable (অপ্রত্যাশিত, অনিশ্চিত)
-
Irregular (অনিয়মিত)
-
-
Antonyms:
-
Stable (স্থির)
-
Steady (দৃঢ়)
-
Constant (পরিবর্তনহীন, দৃঢ়)
-
Fixed (স্থির)
-
Regular (নিয়মিত)
-
-
Other Options:
-
Criticism – খুঁতসন্ধান
-
Adept – সুদক্ষ, কুশলী
-
-
Example Sentences:
-
His labile blood sugar levels require constant monitoring.
(তার অস্থির রক্তের সুগার লেভেল নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন।) -
Because her mood was labile, it was hard to predict how she would react.
(তার মেজাজ অস্থির হওয়ায়, কেমন প্রতিক্রিয়া দেখাবে তা অনুমান করা কঠিন ছিল।)
-

0
Updated: 2 weeks ago