A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
উত্তরের বিবরণ
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 week ago
The word 'ecological' is related to -
Created: 1 month ago
A
Demography
B
Pollution
C
Atmosphere
D
Environment
‘Ecological’ শব্দের অর্থ
‘Ecological’ শব্দের অর্থ হলো বাস্তুসংস্থান বা পরিবেশ সম্পর্কিত।
‘Environment’ শব্দের অর্থ
‘Environment’ মানে পরিবেশ।
প্রশ্নে দেওয়া অন্যান্য শব্দের অর্থ:
-
Demography: জনসংখ্যা সংক্রান্ত তথ্য বা জনসংখ্যাতত্ত্ব।
-
Pollution: দূষণ।
-
Atmosphere: বায়ুমন্ডল।
সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
'Subject-Verb Agreement' refers to-
Created: 2 weeks ago
A
person only
B
number, person and gender
C
number and person
D
number only
Subject–Verb Agreement Rules
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.
2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.
3. When the subject of the sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb.
- The doctoral student and the committee members write every day.
অর্থাৎ, Subject–Verb Agreement 'Number and person' নিয়ে আলোচনা করে, Gender এর সঙ্গে এটি সংযুক্ত নয়।
তাই সঠিক উত্তর হবে Number and person.

0
Updated: 2 weeks ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 5 days ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 5 days ago