Which of the following is written by an Irish dramatist?
A
Pride and Prejudice
B
How to Cook Beans
C
The Cocktail Party
D
Mrs. Warren’s Profession
উত্তরের বিবরণ
Mrs. Warren’s Profession
Playwright: George Bernard Shaw (Irish dramatist)
-
Mrs. Warren’s Profession হলো George Bernard Shaw রচিত একটি নাটক।
-
এটি একটি ৪ অঙ্কের নাটক।
-
নাটকটি লেখা হয় ১৮৯৩ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে।
-
সরকারি সেন্সরের কারণে এটি মঞ্চস্থ হয়নি ১৯০২ সাল পর্যন্ত।
-
নাটকের মূল বিষয়বস্তু: organized prostitution।
Summary
নাটকটি মূলত Kitty Warren ও তার মেয়ে Vivie Warren-এর সম্পর্ককে কেন্দ্র করে।
-
Mrs. Kitty Warren একজন প্রাক্তন যৌনকর্মী, যিনি পরবর্তীতে একটি যৌন ব্যবসার মালিক হয়ে ওঠেন।
-
Vivie একজন শিক্ষিত, স্বাধীনচেতা তরুণী, যে মায়ের অতীত ও বর্তমান পেশার কথা জেনে হতবাক হয়।
-
Mrs. Warren ব্যাখ্যা দেন যে আর্থিক প্রয়োজনীয়তা তাকে এই পথে এনেছিল।
-
Vivie তার মায়ের সাহসিকতাকে সম্মান করলেও মায়ের ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারে না।
-
অবশেষে Vivie তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
-
নাটকটি সামাজিক সমালোচনা, অর্থনৈতিক বাস্তবতা এবং নারীর স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করে।
Main Characters
-
Vivie Warren
-
Kitty Warren (Mrs. Warren)
-
Frank Gardner
-
Praed
-
Sir George Crofts
-
Reverend Sam Gardner
-
Liz
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw।
-
তিনি ছিলেন Modern Period-এর একজন বিশিষ্ট নাট্যকার ও সাহিত্য সমালোচক।
-
Shaw একজন Irish dramatist।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Famous Plays of G. B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor’s Dilemma (satirical play, Epilogue)
-
St. Joan of Arc
Other Works (for reference)
-
Pride and Prejudice – novel by Jane Austen (English novelist)
-
How to Cook Beans – unfinished book by Syed Waliullah (Bengali writer)
-
The Cocktail Party – play by T. S. Eliot (American-English poet & playwright)
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 month ago
"Into the valley of Death
Rode the six hundred" -
- Who quoted it?
Created: 1 month ago
A
P.B. Shelly
B
Alfred Tennyson
C
Thomas Gray
D
W.B. Yeats
“Into the valley of Death / Rode the six hundred” লাইন দুটি আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা “The Charge of the Light Brigade” থেকে নেওয়া হয়েছে।
-
The Charge of the Light Brigade টেনিসনের রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
এর প্রেক্ষাপট ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের Battle of Balaklava, যেখানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক একত্রে যুদ্ধ করেছিল।
-
এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের একটি অশ্বারোহী বাহিনী, Light Brigade, কে ভুলবশত রাশিয়ান আর্টিলারি ইউনিটের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দেওয়া হয়।
-
কবিতাটি সেই ৬০০ সৈনিকের বীরত্বগাথা বর্ণনা করে, যারা ঘোড়ায় চড়ে “death valley” পেরিয়ে শত্রুর দিকে অগ্রসর হয়েছিল।
-
সৈনিকরা জানত তাদের কমান্ডারের আদেশ ছিল ভয়ানক ভুল, তবুও কেউ দ্বিধা করেনি। কারণ তাদের মতে সৈনিকের কাজ হলো “to do and die”, উত্তর দেওয়া নয়, কারণ খোঁজা নয়।
-
তারা বহু দিক থেকে শত্রুর আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বীরত্ব অম্লান থেকে যায়।
-
টেনিসনের কবিতায় বলা হয়েছে, এই মহৎ ৬০০ জন সৈনিক চিরকাল সম্মান ও শ্রদ্ধার যোগ্য, তাদের গৌরব অমর।
-
Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যাকে প্রায়শই ভিক্টোরিয়ান যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।
টেনিসনের উল্লেখযোগ্য কবিতা সমূহ
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
Vision of Sin
-
Morte d’Arthur
-
The Charge of the Light Brigade
-
Crossing the Bar
-
Enoch Arden
-
Idylls of the King
-
The Falcon
-
In Memoriam (Elegy)
-
Queen Mary (Comedy)
-
Harold

0
Updated: 1 month ago
"Lycidas" is a -
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Novel
C
Pastoral elegy
D
Romantic lyric
• "Lycidas" is a pastoral elegy.
• Lycidas (Elegy):
-
Written by John Milton as a memorial for his university friend Edward King, who died in a shipwreck.
-
Published in 1638, the poem mourns Edward King’s death and reflects on mortality, fame, and poetic vocation.
-
Classified as a pastoral elegy, it blends classical pastoral imagery with lamentation.
• John Milton:
-
An English poet, pamphleteer, and historian, considered the most important English author after William Shakespeare.
-
Best known for his epic Paradise Lost, widely regarded as the greatest epic in English literature.
• Major Works:
-
Paradise Lost (1667) – The greatest epic in English
-
Paradise Regained (1671) – Divided into four books
-
Samson Agonistes (1671) – Poetic drama
-
Lycidas (Elegy)
-
On His Blindness (Sonnet)
• Famous Quotes:
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 2 months ago
Identify the correct sentence:
Created: 3 weeks ago
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
Complete Sentence: The mayor, together with the council members, is addressing the public.
-
Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
নিয়মাবলী:
-
যখন কোনো noun বা pronoun-এর সাথে with, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি phrase আসে, তখন verb সর্বদা প্রথম subject অনুযায়ী হয়।
-
অর্থাৎ, প্রথম subject singular হলে verb singular, আর প্রথম subject plural হলে verb plural হবে।
উদাহরণ:
-
The singer, together with her band, is performing tonight.
-
The principal, together with the teachers, is organizing the event.
-
The chef, together with the sous-chef, is preparing the special dish.
-
The scientist, together with the research team, is publishing the findings.

0
Updated: 2 weeks ago