A
Victorian novel
B
Romantic novel
C
Augustan novel
D
Modern novel
উত্তরের বিবরণ
Great Expectations
Writer: Charles Dickens
-
Great Expectations একটি Victorian novel, যা Charles Dickens রচনা করেছেন।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে এবং এটি Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Kent শহর থেকে।
-
উপন্যাসে ১৮ শতকের গোড়ার ইংল্যান্ডের চিত্র ফুটে উঠেছে—একটি সময় যখন দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছিল, তবে তখনও সমাজে শ্রেণিবৈষম্য ও অসুখী মানুষের অস্তিত্ব ছিল।
-
Dickens সমাজে বিদ্যমান class division, social ambition ও moral corruption-এর সমালোচনা করেছেন।
Theme & Storyline
-
কাহিনী মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
-
প্রধান চরিত্র Pip (Philip Pirrip), একজন এতিম, যে সাধারণ জীবন থেকে উঠে ভদ্রলোক হতে চায়।
-
সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়, যা তার জীবনের গতিপথ পাল্টে দেয়।
-
Pip-এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মাধ্যমে Dickens দেখিয়েছেন—সামাজিক মর্যাদা ও সম্পদ প্রকৃত সুখ বা নৈতিক মূল্য নিশ্চিত করে না।
-
উপন্যাসটি Victorian সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবকে প্রকাশ করে।
Main Characters
-
Pip (Philip Pirrip) – Protagonist
-
Joe Gargery – Pip-এর ভগ্নীপতি ও পিতৃস্থানীয় চরিত্র
-
Abel Magwitch – রহস্যময় সহায়ক
-
Estella Havisham – Pip-এর ভালোবাসার মানুষ
-
Miss Havisham – Estella-র অভিভাবিকা
Charles Dickens (1812–1870)
-
Victorian যুগের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান ঔপন্যাসিক।
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens।
-
জীবদ্দশায়ই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তাঁর উপন্যাসগুলোর মাধ্যমে।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 week ago
The Ghost in “Hamlet” is first spotted in-
Created: 6 days ago
A
In the graveyard
B
Outside the castle
C
On the Deck of the Ship
D
None of this is correct
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
No subjects available.
Location of the Ghost in Hamlet
-
The Ghost is first seen on the guards’ platform at Elsinore Castle, i.e., outside the castle.
-
The initial sightings are by the sentinels Barnardo and Marcellus, along with Horatio, Hamlet’s friend.
-
The Ghost resembles the recently deceased King Hamlet and appears on the battlements of the castle.
-
These events occur in Act 1, Scene 1.
-
Horatio then informs Prince Hamlet, who decides to see the Ghost himself.
Correct Option: b) outside the castle

0
Updated: 6 days ago
Which is the correct spelling?
Created: 1 week ago
A
Quorum
B
Quorumme
C
Quorom
D
Quoram
The correct answer is - ক) Quorum.
• Quorum (Noun)
- English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made.
- Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
• Synonyms:
- Attendance (উপস্থিতি),
- Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন),
- Assemblage (সমাবেশ),
- Gathering (জমায়েত),
- Meeting (সভা)।
• Antonyms:
- Absence (অনুপস্থিতি),
- Non-attendance (অনুপস্থিতি),
- Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব),
- Insufficient (অপর্যাপ্ত),
- Deficient (ঘাটতি)।
• Other Forms:
- Quorate (adjective)
• Example Sentence:
- If a quorum is not present, the meeting must be adjourned.
- Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.

0
Updated: 1 week ago
The Silent Woman is a play written by which playwright?
Created: 4 weeks ago
A
Thomas Dekker
B
Christopher Marlowe
C
John Fletcher
D
Ben Jonson
• The Silent Woman নাটকটি লিখেছেন Ben Jonson। এটি Jacobean যুগের একটি বিখ্যাত কমেডি নাটক। নাটকটির মূল চরিত্র Morose একজন মানুষ, যে চুপচাপ জীবন পছন্দ করে এবং কথা বলা নারীদের সহ্য করতে পারে না। এই নাটকে হাস্যরস, প্রতারণা এবং সামাজিক মন্তব্য মিলেমিশে আছে। অন্য অপশনগুলো বিবেচনা করলে—Thomas Dekker ছিলেন Elizabethan নাট্যকার, যিনি "The Shoemaker's Holiday" লিখেছেন; Christopher Marlowe "Doctor Faustus" এর জন্য বিখ্যাত এবং ট্র্যাজেডির উপর জোর দিয়েছেন; আর John Fletcher অনেক নাটক Shakespeare-সহযোগে লিখেছেন, তবে তিনি "The Silent Woman" এর লেখক নন। সুতরাং, সঠিক উত্তর হলো: ঘ) Ben Jonson.

0
Updated: 4 weeks ago