"Great Expectations" is a/an-
A
Victorian novel
B
Romantic novel
C
Augustan novel
D
Modern novel
উত্তরের বিবরণ
Great Expectations
Writer: Charles Dickens
-
Great Expectations একটি Victorian novel, যা Charles Dickens রচনা করেছেন।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে এবং এটি Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Kent শহর থেকে।
-
উপন্যাসে ১৮ শতকের গোড়ার ইংল্যান্ডের চিত্র ফুটে উঠেছে—একটি সময় যখন দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছিল, তবে তখনও সমাজে শ্রেণিবৈষম্য ও অসুখী মানুষের অস্তিত্ব ছিল।
-
Dickens সমাজে বিদ্যমান class division, social ambition ও moral corruption-এর সমালোচনা করেছেন।
Theme & Storyline
-
কাহিনী মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
-
প্রধান চরিত্র Pip (Philip Pirrip), একজন এতিম, যে সাধারণ জীবন থেকে উঠে ভদ্রলোক হতে চায়।
-
সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়, যা তার জীবনের গতিপথ পাল্টে দেয়।
-
Pip-এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মাধ্যমে Dickens দেখিয়েছেন—সামাজিক মর্যাদা ও সম্পদ প্রকৃত সুখ বা নৈতিক মূল্য নিশ্চিত করে না।
-
উপন্যাসটি Victorian সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবকে প্রকাশ করে।
Main Characters
-
Pip (Philip Pirrip) – Protagonist
-
Joe Gargery – Pip-এর ভগ্নীপতি ও পিতৃস্থানীয় চরিত্র
-
Abel Magwitch – রহস্যময় সহায়ক
-
Estella Havisham – Pip-এর ভালোবাসার মানুষ
-
Miss Havisham – Estella-র অভিভাবিকা
Charles Dickens (1812–1870)
-
Victorian যুগের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান ঔপন্যাসিক।
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens।
-
জীবদ্দশায়ই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তাঁর উপন্যাসগুলোর মাধ্যমে।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 month ago
Which of the following sentences is correct?
Created: 4 weeks ago
A
She is the most pretty girl in our class.
B
She is the prettiest girl in our class.
C
She is the most prettiest girl in our class.
D
She is the prettyest girl in our class.
সঠিক উত্তর হলো – খ) She is the prettiest girl in our class.
Rule:
-
যদি adjective-এর শেষ অক্ষর y হয় এবং তার আগে consonant থাকে, তাহলে comparative ও superlative গঠন করার সময় y বাদ দিয়ে যথাক্রমে -ier এবং -iest যোগ করতে হবে।
Examples:
-
Positive → Comparative → Superlative
-
She is a happy child. → She is happier than before. → She is the happiest in the group.
-
The weather is dry today. → The day after tomorrow will be drier. → This is the driest season.
-
He is a shy boy. → He looks shier now. → He is the shiest among his friends.
-
Other options ব্যাখ্যা:
-
ক) She is the most pretty girl in our class. → ভুল; “pretty” short adjective, তাই superlative হয় -est যোগ করে।
-
গ) She is the most prettiest girl in our class. → ভুল; “Most” + “prettiest” একসাথে ব্যবহার করা যায় না, double superlative।
-
ঘ) She is the prettyest girl in our class. → ভুল; “y” বদলে “i” হয়, তাই সঠিক হলো prettiest।

0
Updated: 4 weeks ago
My uncle and benefactor _____ come.
Created: 1 month ago
A
has
B
is
C
are
D
have
Complete Sentence: My uncle and benefactor has come.
-
যখন দুইটি শব্দ/পদ (যেমন: uncle এবং benefactor) একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, তখন subject টি singular noun হিসেবে বিবেচিত হয়।
-
এখানে My uncle and benefactor একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই singular verb (has) ব্যবহার করতে হবে।
নির্দিষ্ট নিয়ম:
-
কোনো conjunction (and) থাকলেও, যদি and দ্বারা দুটি উপাধি বা একই ব্যক্তির দুই পরিচিতি যুক্ত হয়, তাহলে verb হবে singular।
-
উদাহরণ: The poet and philosopher has died. (একই ব্যক্তি)
-
-
কিন্তু ভিন্ন ব্যক্তি হলে plural verb হবে:
-
উদাহরণ: My uncle and my benefactor have come. (দুই ব্যক্তি)
-

0
Updated: 1 month ago
"Into the valley of Death
Rode the six hundred" - Who said it?
Created: 2 months ago
A
Alfred, Lord Tennyson
B
Robert Browning
C
Samuel Taylor Coleridge
D
Thomas Hardy
“Into the valley of Death
Rode the six hundred”
-
কবিতা: The Charge of the Light Brigade
-
রচয়িতা: Alfred, Lord Tennyson
-
প্রকাশের সাল: ১৮৫৫
বিস্তারিত আলোচনা:
-
কবিতাটি ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের (Battle of Balaklava) ঘটনা ভিত্তিক।
-
ব্রিটিশ সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনীর সাথে সংঘাতে অংশ নেয় এবং সাহসিকতার নজির স্থাপন করে।
-
Tennyson সাহস, কর্তব্যবোধ এবং যুদ্ধের করুণ ফলাফলকে কবিতায় তুলে ধরেছেন।
Alfred, Lord Tennyson:
-
প্রধান ভিক্টোরিয়ান যুগের কবি
-
ইংরেজি সাহিত্যের একজন প্রধান প্রতিনিধি
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Morte D' Arthur
-
Tithonus
-
Ulysses
-
In Memoriam
-
The Charge of the Light Brigade
-
সারসংক্ষেপ:
কবিতায় Tennyson ব্রিটিশ Light Brigade-এর সাহসিকতা ও আত্মত্যাগকে স্মরণ করেছেন, যা সাহসিকতার চিরন্তন প্রতীক হিসেবে ধরা হয়।

0
Updated: 2 months ago