A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
উত্তরের বিবরণ
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 week ago
The Silent Woman is written by -
Created: 2 weeks ago
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 2 weeks ago
They appointed him president. (passive)
Created: 1 week ago
A
President was appointed him by them.
B
He was appointed president by them.
C
He appointed president by them.
D
President was him appointed by them.
The correct answer is - খ) He was appointed president by them.
Transitive verb-এর পরের complement (যেমন secretary, captain, president ইত্যাদি) active ও passive দুই voice-এই complement থাকে, subject হিসেবে ব্যবহৃত হতে পারে না।
যেমনঃ
- Active: We elected him secretary
- Passive: He was elected secretary by us.
- (Incorrect): Secretary was elected he by us.
Other options:
ক) President was appointed him by them.
বাক্য গঠনের ভুল: "President" কে subject করা ঠিক নয়, এবং “him” এর অবস্থানও ভুল।
গ) He appointed president by them.
“appointed” এর আগে auxiliary verb “was” নেই, এবং structure ভুল।
ঘ) President was him appointed by them.
শব্দগুলোর ক্রম সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং grammar ভুল।

0
Updated: 1 week ago
Read attentively to make a good result. (Compound)
Created: 1 week ago
A
You read attentively or make a good result.
B
Read attentively for making a good result.
C
Read attentively and you will make a good result.
D
Read attentively and you can make a good result.
The correct answer is - গ) Read attentively and you will make a good result.
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
• Examples:
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed.
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options
ক) You read attentively or make a good result.
"or" দিলে অর্থ হয় "পড়ো নয়তো ভালো ফল করো", যা বিপরীত ও ভুল।
খ) Read attentively for making a good result.
এটি complex বা simple sentence, compound নয়।
ঘ) Read attentively and you can make a good result.
"can" সম্ভাবনা বোঝায়, কিন্তু মূল বাক্যে নিশ্চিত ফলাফল বোঝানো হয়েছে, তাই "will" সঠিক।

0
Updated: 1 week ago