Who wrote the poem 'Easter Wings'?
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
উত্তরের বিবরণ
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 month ago
Who wrote Lycidas?
Created: 2 weeks ago
A
John Keats
B
W. Wordsworth
C
John Milton
D
P.B. Shelley
Lycidas হলো John Milton রচিত একটি এলিজি কবিতা, যা একটি শোকগাঁথা হিসেবে লেখা হয়েছে। কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু Edward King-এর জাহাজ দুর্ঘটনায় মৃত্যু উপলক্ষে এই কবিতা রচনা করেছিলেন। এটি ১৬৩৮ সালে প্রকাশিত হয় এবং Pastoral elegy-এর ধরনে লেখা।
-
লেখক: John Milton
-
প্রকাশকাল: ১৬৩৮
-
ধরণ: Pastoral elegy
-
লিখিত প্রসঙ্গ: Edward King-এর মৃত্যু, Milton-এর বন্ধু ও সহপাঠী
-
ভাষা: ইংরেজি
John Milton সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English poet, pamphleteer, এবং historian।
-
William Shakespeare-এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
-
সবচেয়ে পরিচিত রচনা: Paradise Lost, যা English সাহিত্যে সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে widely regarded।
John Milton-এর কিছু গুরুত্বপূর্ণ কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-
On Shakespeare (প্রথম প্রকাশিত কবিতা)

0
Updated: 2 weeks ago
Diction refers to -
Created: 1 month ago
A
The structure of sentences in a literary work
B
The setting of a story
C
The selection of words in writing or speech
D
The tone of a story
Diction বলতে বোঝায় লেখালেখি বা বক্তৃতায় ব্যবহৃত শব্দচয়নের ধরণ। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব শব্দ নির্বাচনের ভঙ্গি থাকে, যা তার লেখার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
-
সংক্ষেপে: Diction is the selection of words in writing or speech.
-
একজন লেখক বা বক্তা তার ভাব প্রকাশের জন্য যেসব শব্দ ও বাক্যাংশ বেছে নেন, তাই তার diction।
-
উদাহরণ:
-
John Milton তার রচনায় প্রায়শই bombastic, unusual, allusive এবং latinized শব্দ ব্যবহার করেছেন।
-
অন্যদিকে George Orwell তার লেখায় simple, lucid এবং common শব্দ ব্যবহার করেছেন, যা পাঠকদের কাছে সহজবোধ্য।
-
অতএব, সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনার জন্য যে বিশেষ শব্দচয়ন করেন, সেটিই তাদের diction নামে পরিচিত।
Source:

0
Updated: 1 month ago
Transform it into a compound sentence:
Having finished my homework, I played football.
Created: 1 month ago
A
I had finished my homework and played football.
B
I finished my homework, played football.
C
I had finished my homework but played football.
D
I finished my homework and was playing football.
এই উদাহরণে একটি Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তর দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী Perfect Participle phrase এর পরিবর্তে Past Perfect verb ব্যবহার করে এবং সাথে and বসিয়ে বাক্যকে Compound আকারে লেখা হয়।
-
Simple Sentence: Having finished my homework, I played football.
-
Compound Sentence: I had finished my homework and played football.
Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
-
প্রথমে Subject বসবে।
-
এরপর Simple Sentence-এর Perfect Participle-এর Past Perfect form বসবে।
-
তারপর and বসবে।
-
শেষে বাক্যের বাকি অংশ বসবে।
উদাহরণ:
-
Simple: Having forgotten him, I went out.
-
Compound: I had forgotten him and went out.
তুমি চাইলে আমি আরও কয়েকটি নতুন উদাহরণ যুক্ত করে দিতে পারি কি?

0
Updated: 1 month ago