"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
উত্তরের বিবরণ
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.

0
Updated: 1 month ago
"She was on cloud nine" means-
Created: 1 week ago
A
She was very happy.
B
She was very sad.
C
She was very nervous.
D
She was very confused.
"She was on cloud nine" এই বাক্যটির অর্থ হলো, সে অত্যন্ত খুশি ছিল। এটি একটি অভিব্যক্তি যা আনন্দ বা উত্তেজনার অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়।
Be on cloud nine
-
English Meaning: be extremely happy and excited; delighted, or in a state of bliss
-
Bangla Meaning: অত্যন্ত খুশি হওয়া
Example: After winning the competition, she was on cloud nine.
-
Bangla: প্রতিযোগিতায় জেতার পর, সে অত্যন্ত খুশি হয়েছিল।

0
Updated: 1 week ago
What historical event forms the backdrop of "A Tale of Two Cities"?
Created: 4 weeks ago
A
The American Revolution
B
The Glorious Revolution
C
The French Revolution
D
The English Civil War
A Tale of Two Cities হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত এবং এতে London ও Paris শহরের জীবন ও সংঘাত ফুটে ওঠেছে।
-
উপন্যাসে Two Cities বলতে বোঝানো হয়েছে London এবং Paris।
-
এটি ফরাসি বিপ্লবের সময়কার সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে লেখা।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton – হতাশাজনিত ইংরেজ আইনজীবী
-
Lucie Manette – Doctor Manette-এর কন্যা
-
Charles Darnay – ফরাসি অভিজাত যিনি পরিবারের পাপের জন্য অনুতপ্ত
-
Dr. Alexandre Manette – Doctor, পূর্বে জেলে বন্দি
-
Madame Defarge – বিপ্লবী নারীর চরিত্র
সারসংক্ষেপ:
-
কাহিনীর শুরুতে Lucie Manette জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন, যা তাকে বিস্ময়ে ফেলে।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষভাবে জেল খাটেন এবং জেলেই মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবাকে Paris থেকে London-এ নিয়ে আসেন।
-
পথে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসি রাজপরিবারের একজন সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত।
-
পাশাপাশি Sydney Carton-ও Lucie-এর প্রেমে পড়েন।
Charles Dickens (February 7, 1812 – June 9, 1870)
-
সম্পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
একজন বিখ্যাত ব্রিটিশ novelist।
-
ছদ্মনাম: Boz
-
Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে স্বীকৃত।
উল্লেখযোগ্য রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 4 weeks ago
Who is the author of the essay "Of Studies"?
Created: 4 weeks ago
A
John Milton
B
Francis Bacon
C
James Joyce
D
G. B. Shaw
“Of Studies” প্রবন্ধের লেখক হলেন Francis Bacon। এটি তার বিখ্যাত “Essays, Civil and Moral” সংগ্রহের অংশ, যেখানে পড়াশোনা, লেখা এবং চিন্তার গভীরতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
Francis Bacon (1561–1626)
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
পরিচিত: Sir Francis Bacon
-
পেশা: Lawyer, Statesman, Philosopher, এবং Master of the English tongue
-
তিনি natural philosopher হিসেবেও পরিচিত
-
সাহিত্য ক্ষেত্রে খ্যাত: তার সংক্ষিপ্ত প্রবন্ধে worldly wisdom
বিখ্যাত উক্তি:
-
"Reading maketh a full man; conference a ready man, and writing an exact man."
-
"It is impossible to love and to be wise."
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উপাধি:
-
Father of English Essay
-
Father of Modern Prose
-
Father of Empiricism
-
First essayist in English Literature
উল্লেখযোগ্য কর্মসমূহ:
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 4 weeks ago