The scholarship was divided ____ the top three students.
A
with
B
among
C
between
D
in between
উত্তরের বিবরণ
→ Correct Answer: Among.
•"Among" ব্যবহার করা হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ভাগ করা হয়।
Complete sentence: "The scholarship was divided among the top three students."
বাংলা অর্থ: "বৃত্তিটি শীর্ষ তিন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা হয়েছিল।"
-"Among" ব্যবহৃত হয় তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে বণ্টন বোঝাতে, যেখানে "Between" শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য।
Examples:
Among: The cake was shared among all guests. (অধিক সংখ্যক অতিথি)
Between: The responsibility was split between two managers. (দুই ব্যক্তি)
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) with: সঙ্গ বা অংশগ্রহণ বোঝায় (যেমন: "She studied with friends"), বণ্টনের ক্ষেত্রে অপ্রযোজ্য।
গ) between: শুধুমাত্র দুইটি সত্তার মধ্যে বণ্টনে ব্যবহৃত হয় (যেমন: "The land was divided between two brothers"), তিন বা ততোধিকের ক্ষেত্রে ভুল।
ঘ) in between: দুইটি জিনিসের মাঝখানের অবস্থান বোঝায় (যেমন: "The shop is in between the bank and the post office"), বণ্টনের অর্থে ব্যবহার হয় না।

0
Updated: 1 month ago
Identify the verbal phrase.
Created: 2 months ago
A
Kith and kin
B
Of beauty
C
Look forward to
D
With all sincerity
Correct Answer
গ) Look forward to ✅
Explanation:
-
Look forward to একটি verbal phrase।
-
এটি একটি phrasal verb, যার অর্থ হলো সানন্দে প্রতীক্ষা করা।
-
সাধারণত আনুষ্ঠানিক চিঠির শেষে ব্যবহৃত হয়।
-
English Meaning: to wait eagerly / to expect something.
-
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।
-
Example: I look forward to meeting you.
Other Options
ক) Kith and kin → এটি একটি noun phrase, যার অর্থ: আত্মীয়স্বজন, নিকট আত্মীয়, বন্ধু-বান্ধব।
খ) Of beauty → এটি একটি prepositional phrase। “Of” হলো preposition এবং “beauty” হলো noun।
ঘ) With all sincerity → এটি একটি adverbial prepositional phrase। “With” preposition এবং বাকিটা object, যা এখানে adverb হিসেবে কাজ করছে।

0
Updated: 2 months ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
Scarcely had we left the house when it has began to rain.
B
Scarcely had we leave the house when it began to rain.
C
Scarcely had we left the house when it began to rain.
D
Scarcely we had left the house when it began to rain.
Correct Sentence: গ) Scarcely had we left the house when it began to rain.
Scarcely had … when যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
-
Structure: Scarcely had + subject + 1st clause (verb এর past participle) + when + subject + 2nd clause (verb এর past form)
-
অর্থাৎ, বাক্যটি Scarcely had দিয়ে শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয়। প্রথম clause-এ subject + verb এর past participle, এবং দ্বিতীয় clause-এ when-এর পরে subject + verb এর past indefinite form ব্যবহার হয়।
নোট:
-
Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহার হয়, than নয়।
-
No sooner had থাকলে পরের অংশে than ব্যবহার হয়, then নয়।
-
Hardly had থাকলে পরের অংশেও when ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
____________ that cursed amulet, Daenerys? It’s making everyone uneasy.
Created: 1 month ago
A
Would you mind removing
B
Will you mind remove
C
Would you mind removed
D
Do you mind to remove
Complete sentence:
Would you mind removing that cursed amulet, Daenerys? It’s making everyone uneasy.
নিয়ম:
-
Would you mind এর পরে verb + ing বসে।
-
Structure: Would you mind + verb + ing + object.
Examples:
-
Would you mind coming to my house?
-
Would you mind taking a cup of tea?
-
Would you mind giving me some money?

0
Updated: 1 month ago