A
with
B
among
C
between
D
in between
উত্তরের বিবরণ
→ Correct Answer: Among.
•"Among" ব্যবহার করা হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ভাগ করা হয়।
Complete sentence: "The scholarship was divided among the top three students."
বাংলা অর্থ: "বৃত্তিটি শীর্ষ তিন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা হয়েছিল।"
-"Among" ব্যবহৃত হয় তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে বণ্টন বোঝাতে, যেখানে "Between" শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য।
Examples:
Among: The cake was shared among all guests. (অধিক সংখ্যক অতিথি)
Between: The responsibility was split between two managers. (দুই ব্যক্তি)
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) with: সঙ্গ বা অংশগ্রহণ বোঝায় (যেমন: "She studied with friends"), বণ্টনের ক্ষেত্রে অপ্রযোজ্য।
গ) between: শুধুমাত্র দুইটি সত্তার মধ্যে বণ্টনে ব্যবহৃত হয় (যেমন: "The land was divided between two brothers"), তিন বা ততোধিকের ক্ষেত্রে ভুল।
ঘ) in between: দুইটি জিনিসের মাঝখানের অবস্থান বোঝায় (যেমন: "The shop is in between the bank and the post office"), বণ্টনের অর্থে ব্যবহার হয় না।

0
Updated: 1 week ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 2 weeks ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
They appointed him president. (passive)
Created: 1 week ago
A
President was appointed him by them.
B
He was appointed president by them.
C
He appointed president by them.
D
President was him appointed by them.
The correct answer is - খ) He was appointed president by them.
Transitive verb-এর পরের complement (যেমন secretary, captain, president ইত্যাদি) active ও passive দুই voice-এই complement থাকে, subject হিসেবে ব্যবহৃত হতে পারে না।
যেমনঃ
- Active: We elected him secretary
- Passive: He was elected secretary by us.
- (Incorrect): Secretary was elected he by us.
Other options:
ক) President was appointed him by them.
বাক্য গঠনের ভুল: "President" কে subject করা ঠিক নয়, এবং “him” এর অবস্থানও ভুল।
গ) He appointed president by them.
“appointed” এর আগে auxiliary verb “was” নেই, এবং structure ভুল।
ঘ) President was him appointed by them.
শব্দগুলোর ক্রম সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং grammar ভুল।

0
Updated: 1 week ago
'The French' refers to-
Created: 2 weeks ago
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago